হোম > খেলা > ক্রিকেট

বড় জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু বাংলাদেশ যুবাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে নিয়েছেন তামিমরা।

বেনোনিতে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৫ রান করে বাংলাদেশ। সফরকারীদের দুর্দান্ত বোলিংয়ের সামনে প্রতিরোধই গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। প্রোটিয়ারা ৩২.১ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায়। ওপেনার মুহাম্মদ বুলবুলিয়া একপ্রান্তে লড়াই চালিয়ে গেলেও সতীর্থদের আসা–যাওয়ার মাঝে ব্যাটিং ধস ঠেকাতে পারেননি। শেষ ব্যাটার হিসেবেই তিনি আউট হয়েছেন। ৩৩তম ওভারে মোহাম্মদ স্বাধীনের বলে বোল্ড হন বুলবুলিয়া। ৭৯ বলে ৭২ রানের ইনিংস খেলেন বুলবুলিয়া।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। তিন ব্যাটার ফিফটি তুলে নেন। ওপেনার জাওয়াদ আবরার ৬১ বলে ৯ চার ও ২ ছক্কায় করেন ৭০ রান। রিজান হাসান ৫৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় খেলেন ৬৩ রানের ঝড়ো ইনিংস। তৃতীয় ফিফটি আসে মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাটে। ৭৬ বলে ৭ চারে ৬৩ রান করেন আব্দুল্লাহ।সিরিজের দ্বিতীয় ম্যাচ পরশু হবে বেনোনিতে।

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান