হোম > খেলা > ক্রিকেট

ঢাকায় পা রেখে সিলেটে যাচ্ছে শ্রীলঙ্কা দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। জানা গেছে, কলম্বো থেকে এক ফ্লাইটে আজ বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লঙ্কানদের বিমান। সেখান থেকে কিছু সময়ের জন্য হোটেলে উঠেছে তারা। 

কারণ আজ বিকেলের ফ্লাইটেই শ্রীলঙ্কা দল আবার সিলেট রওনা হবে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ ধাপে সব মিলিয়ে কোচিং স্টাফ, ক্রিকেটার মিলিয়ে ২৭ জন এসেছেন। 

এই সফরে দুজন অধিনায়ককে সঙ্গে নিয়ে এসেছে শ্রীলঙ্কা। সফরের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন চরিত আসালাঙ্কা। পরের ম্যাচগুলোয় নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা দায়িত্ব নেবেন। নিষেধাজ্ঞার কারণে দুই ম্যাচ খেলতে পারবেন না হাসারাঙ্গা। 

আজ বাংলাদেশ দলেরও কিছু খেলোয়াড় সিলেটে যাবেন। রাতে আবার নাজমুল হোসেন শান্তদের নতুন স্পনসরশিপ রবির লোগোবেষ্টিত জার্সি উন্মোচন অনুষ্ঠান রয়েছে। কাল বিপিএলের ফাইনালে যাঁরা খেলবেন, তাঁরা ম্যাচের পর সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন।

সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে আগামী ৪ মার্চ। পরের দুটি ম্যাচ আগামী ৬ ও ৯ মার্চ। তার পর ১৩, ১৫ ও ১৮ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর সিলেটে ২২ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ