হোম > খেলা > ক্রিকেট

লিটনদের বিকল্প খুঁজছে পাকিস্তান সুপার লিগ

ক্রীড়া ডেস্ক    

লিটন-নাহিদ রানাদের বিকল্প খুঁজছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ছবি: বিসিবি

বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে তেমন একটা খেলার সুযোগ পান না। টি-টোয়েন্টির সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করতে না পারার জিনিসটা তো আছেই। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সচরাচর মেলে না অনাপত্তিপত্রও (এনওসি)। ২০২৫ পাকিস্তান সুপার লিগও (পিএসএল) সেটার ব্যতিক্রম নয়।

এ বছরের ১৩ জানুয়ারি হয়েছে দশম পিএসএলের ড্রাফট। বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, নাহিদ রানা, রিশাদ হোসেন এবার পিএসএলে দল পেয়েছেন। লিটনকে নিয়েছে করাচি কিংস। পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সে দল পেয়েছেন নাহিদ রানা ও রিশাদ। এই তিন ক্রিকেটারের মধ্যে লিটন ও নাহিদ রানার টুর্নামেন্টের সব ম্যাচ খেলার সম্ভাবনা কম। একারণে তাঁদের বিকল্প খুঁজতেই আজ পিএসএল ড্রাফট হচ্ছে বলে ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে জানা গেছে। তবে এই ড্রাফটে সশরীরে নয়, অনলাইনে হচ্ছে।

১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দশম পিএসএল। টুর্নামেন্ট চলবে ১৮ মে পর্যন্ত। পিএসএল চলার সময় বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলবে। ২০ এপ্রিল সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। সূত্রে জানা গেছে, বিসিবির কাছে এনওসির আবেদন করেছেন ক্রিকেটাররা এবং অপেক্ষায় আছেন তাঁরা।

রিশাদের এখনো টেস্টে অভিষেক না হওয়ায় পিএসএলে তাঁর খেলা নিয়ে কথাবার্তা কম। লিটন-নাহিদ রানাকে নিয়েই আলোচনা বেশি হচ্ছে। দুজনেই বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার। ২০১৫ থেকে এখন পর্যন্ত লিটন খেলেছেন ৪৮ টেস্ট। নাহিদ রানা এক বছরে ৬ টেস্ট খেলে নিয়েছেন ২০ উইকেট।

লিটন-নাহিদ রানাদের মতো দক্ষিণ আফ্রিকার রাসি ফর ডার ডাসেন এবং নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও মার্ক চ্যাপম্যান সব ম্যাচ খেলতে পারবেন না।

ডাসেনের পরিবর্তে ইসলামাবাদ ইউনাইটেড নিয়েছে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারিকে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার আরেক ক্রিকেটার করবিন বশ শেষ মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ানসে ডাক পাওয়ায় পিএসএল ছেড়ে আইপিএলে নাম লিখিয়েছেন। বশের পরিবর্তে পেশোয়ার জালমি নিয়েছে আরেক প্রোটিয়া অলরাউন্ডার জর্জ লিন্ডেকে।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’