হোম > খেলা > ক্রিকেট

‘তুমি শোয়ার্জনেগার নও’—ছক্কা মারা নিয়ে তামিমকে শাস্ত্রী

সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা যখন মাঠে ভারতীয় বোলারদের সামলাতে হিমশিম খাচ্ছেন, তখন ধারাভাষ্য কক্ষে বসে বেশ মজাই করছিলেন। উগরে দিচ্ছিলেন পুরোনো দিনের স্মৃতি। চেন্নাই টেস্টে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর সঙ্গে মাইক্রোফোন হাতে বেশ কৌতুকপূর্ণ কথাও বলছিলেন তিনি। 

আজ তৃতীয় দিনের সকালের সেশনে বাংলাদেশি স্পিনারদের ওপর বেশ চড়াও হয়ে খেলছিলেন দুই ভারতীয় ব্যাটার ঋষভ পন্ত ও শুবমান গিল। বাউন্ডারি হাঁকিয়ে লিড বড় করার চেষ্টায় ছিলেন দুজনে। দুজনের ছয় মারা দেখে তামিম ও শাস্ত্রীর মধ্যে ছয় মারার কৌশল নিয়ে আলোচনা শুরু হয়।

বাংলাদেশ ওপেনার তামিম যুক্তি দেন, টেস্ট ম্যাচে বড় স্কোরের জন্য পেশিশক্তি দরকার বলে জানান। তিনি পন্তের নিচু হয়ে ব্যাটিংয়ের দিকে ইঙ্গিত করে সেটি উল্লেখ করেন। সে জায়গা থেকে শাস্ত্রী বিতর্ক শুরু করেন তামিমের সঙ্গে। তাঁর দাবি, এটা (ছয় মারা) শারীরিক শক্তির চেয়ে বেশি কৌশলগত বিষয়। তিনি পন্ত ও গিলের ছয় মারার দিকে ইঙ্গিত করে জানান, দুজনের ব্যাটিংয়ের সময় কীভাবে ভরকে শক্তিতে রূপান্তর করেন। তাঁদের মাথার অবস্থানও কেমন থাকে সেটি বলেন শাস্ত্রী। 

এ সময় শাস্ত্রী আলোচনার সময় তামিমকে তাঁর ছয় মারা নিয়ে একটু কৌতুক করে হাসতে হাসতে বলেন, ‘কেন তুমি অভিযোগ করছো? তুমি তো আর্নল্ড শোয়ার্জনেগার (হলিউড অভিনেতা) নও, বাংলাদেশের হয়ে তুমি সবচেয়ে বেশি (টেস্টে) ৬ মেরেছো। ৪১!’ 

বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ৬ মেরেছেন তামিম। সংখ্যাটা—৪১। আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ ৬ তামিমের—১৮৮।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত