হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানি ডাল-রুটির স্বাদ নিচ্ছেন লাবুশেন

আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মারনাস লাবুশেনের পরিচয় পাকিস্তানের বিপক্ষেই। ২০১৮ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। তবে পাকিস্তানে তাঁর কখনো খেলা হয়নি। হবে কী করে? গত ২৪ বছরে যে পাকিস্তানে কোনো সফরই করেনি অস্ট্রেলিয়া।

প্রথমবার পাকিস্তানে খেলতে গিয়ে সেখানকার খাবারের স্বাদে মজেছেন লাবুশেন, বিশেষ করে ডাল-রুটি। আজ করাচিতে শুরু হয়েছে দুই দলের তিন টেস্ট সিরিজের দ্বিতীয়টি। করাচি টেস্টের আগে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সেই অভিজ্ঞতার কথা জানালেন নিজেই।

দুপুরের খাবারেও ডাল-রুটি খাচ্ছেন জানিয়ে লাবুশেন লেখেন, ‘দুপুরের খাবারেও ডাল আর রুটি। সুস্বাদু।’ লম্বা সময় পর পাকিস্তানে এসে সফরটা উপভোগের চেষ্টা করছেন অজি ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে উপভোগের চিত্রগুলো দেখাতে একদমই ভুল করছেন না তাঁরা। 

সেটারই একটা ছাপ দেখা গেল লাবুশেনের পোস্টে। মাঠের বাইরের সঙ্গে মাঠেও একদম খারাপ সময় পার করছে না অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ড্র করেছে অজিরা। তবে পিন্ডির উইকেট নিয়ে অবশ্য ম্যাচের প্রথম দিন থেকে সমালোচনার অন্ত ছিল না। অজি পেসারদের নিষ্ক্রিয় রাখতে মরা উইকেট বানিয়ে শেষ পর্যন্ত পড়তে হয়েছে জরিমানার মুখে।

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত