হোম > খেলা > ক্রিকেট

স্কটিশদের ১৯১ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে স্কটল্যান্ড-আফগানিস্তান। প্রথম পর্বে এই স্কটল্যান্ড বাংলাদেশকে হারিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। তবে আজ অবশ্য আফগানিস্তানের বিপক্ষে টস হেরে খুব একটা সুবিধা করতে পারেনি কাইল কোয়েটজারের দল।

শারজায় টস জিতে আগে ব্যাট করে স্কটল্যান্ডকে ১৯১ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। ম্যাচের দ্বিতীয় ওভার থেকেই স্কটিশ বোলারদের ওপর চড়াও হন দুই আফগান ওপেনার হজরতুল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ। মাইকেল লিস্কের ওই ওভারে দুই ছয় আর এক চারে ১৮ রান তোলেন এই দুজন। রান তোলার এই গতি ইনিংসের শেষ পর্যন্ত ধরে রেখেছিল মোহাম্মদ নবীর দল।

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই উদ্বোধনী জুটিতে এই দুজন তোলেন ৫৪ রান। পরে শেহজাদ আউট হলে রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে রানের চাকা সচল রাখেন জাজাই। ৩০ বলে ৪৪ করে জাজাই বোল্ড হলে তৃতীয় উইকেটে নাজিবুল্লাহ জাদরান ও গুরবাজ ৫২ বলে ৮৭ রানের জুটি গড়েন। 

১৯তম ওভারে গুরবাজ ৪৬ করে ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন নাজিব। শেষ পর্যন্ত নাজিব অপরাজিত ৫৯ রানের সুবাদে ৪ উইকেটে ১৯০ রানের সংগ্রহ পায়। ম্যাচ জিততে স্কটিশদের দরকার ১৯১ রান। 

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সিলেটকে হারিয়ে ফের টেবিলের শীর্ষে চট্টগ্রাম

পিএসএল নিলামে নাম দিলেন যে ১০ বাংলাদেশি ক্রিকেটার

ক্যারিয়ারসেরা ইনিংসের পর নাসিরের কণ্ঠে ‘আক্ষেপ’

আইসিসিকে আবারও বোঝাবে বিসিবি

মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

নোয়াখালীকে উড়িয়ে দিল ঢাকা, নাসিরের সেঞ্চুরির আক্ষেপ

আসল সত্যটা সবার জানা দরকার, বিপিএল ইস্যুতে ভারতীয় উপস্থাপিকা

ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা