হোম > খেলা > ক্রিকেট

স্কটিশদের ১৯১ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে স্কটল্যান্ড-আফগানিস্তান। প্রথম পর্বে এই স্কটল্যান্ড বাংলাদেশকে হারিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। তবে আজ অবশ্য আফগানিস্তানের বিপক্ষে টস হেরে খুব একটা সুবিধা করতে পারেনি কাইল কোয়েটজারের দল।

শারজায় টস জিতে আগে ব্যাট করে স্কটল্যান্ডকে ১৯১ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। ম্যাচের দ্বিতীয় ওভার থেকেই স্কটিশ বোলারদের ওপর চড়াও হন দুই আফগান ওপেনার হজরতুল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ। মাইকেল লিস্কের ওই ওভারে দুই ছয় আর এক চারে ১৮ রান তোলেন এই দুজন। রান তোলার এই গতি ইনিংসের শেষ পর্যন্ত ধরে রেখেছিল মোহাম্মদ নবীর দল।

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই উদ্বোধনী জুটিতে এই দুজন তোলেন ৫৪ রান। পরে শেহজাদ আউট হলে রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে রানের চাকা সচল রাখেন জাজাই। ৩০ বলে ৪৪ করে জাজাই বোল্ড হলে তৃতীয় উইকেটে নাজিবুল্লাহ জাদরান ও গুরবাজ ৫২ বলে ৮৭ রানের জুটি গড়েন। 

১৯তম ওভারে গুরবাজ ৪৬ করে ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন নাজিব। শেষ পর্যন্ত নাজিব অপরাজিত ৫৯ রানের সুবাদে ৪ উইকেটে ১৯০ রানের সংগ্রহ পায়। ম্যাচ জিততে স্কটিশদের দরকার ১৯১ রান। 

চাপ সামলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ক্রিকেটারের সেঞ্চুরি

পয়েন্ট কাটা নয়, বাংলাদেশের চাওয়া গুরুত্বের সঙ্গেই দেখছে আইসিসি: বিসিবি

পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন জেনেও তাঁদের নিয়ে বিশ্বকাপের দল দিল নিউজিল্যান্ড

বিশ্বকাপে কেমন দল দিল বাংলাদেশের গ্রুপ প্রতিদ্বন্দ্বী নেপাল

ভারতে না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে বাধা ভারতের ‘ইগো’

নিলামের আগেই পিএসএল জানাল, খেলবেন মোস্তাফিজ

বিমানবন্দরে জিম্বাবুয়ের তালে তালে নেচেছে বাংলাদেশ

কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’