হোম > খেলা > ক্রিকেট

কোহলিকে কাছে পেয়ে সম্মানিত উইন্ডিজ উইকেটরক্ষকের মা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই সেঞ্চুরির সুযোগ পেয়েছিলেন বিরাট কোহলি, কিন্তু ৭৬ রানে আউট হওয়ায় তা আর হয়নি। দ্বিতীয় টেস্টে সেই অপূর্ণতা ঘোচালেন ভারতীয় ব্যাটার। সেঞ্চুরিটি আবার বিদেশের মাটিতে পাঁচ বছর তিন অঙ্ক না পাওয়ার আক্ষেপেরও ছিল। 

নিজের আক্ষেপ ঘোচানোর দিনে একজন ক্রিকেট ভক্তেরও অপূর্ণতা ঘুচিয়েছেন কোহলি। ভক্ত হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ দলের উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার মা। তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেই পোর্ট অব স্পেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা দেখতে এসেছিলেন সিলভার মা। দিনের খেলা শেষে ভারতীয় দলের টিম বাসে ওঠার সময় নারী ভক্তের সঙ্গে দেখা করেন কোহলি। 

কোহলির দেখা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সিলভার মা। প্রথম দর্শনে ৩৪ বছর বয়সী ব্যাটারকে জড়িয়ে ধরেন তিনি। জড়িয়ে ধরার সময় মাতৃস্নেহের চুম্বনও দেন। এরপর নিজের অনুভূতি জানিয়ে ভারতীয় ব্যাটারকে বিদায় বলার সময় আরেকবার আলিঙ্গন করেন সিলভার মা। 

কোহলির সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় এক সাংবাদিককে সিলভার মা বলেন, ‘আমাদের সময়ে কোহলি হচ্ছেন অন্যতম একজন সেরা ব্যাটার। তার সঙ্গে দেখা করতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। সঙ্গে আমার ছেলেও তার সঙ্গে একই মাঠে খেলছে।’ 

উইকেটরক্ষকের মা যে ভারতীয় ব্যাটারের বড় ভক্ত, পোর্ট অব স্পেনের প্রথম দিনেই কোহলিকে জানান সিলভা। উইকেটরক্ষক বলেন, ‘মা আমাকে জানান, শুধু কোহলির খেলা দেখার জন্যই তিনি আসছেন। আমি বিশ্বাসই করতে পারছিলাম না।’

সেঞ্চুরি পাওয়ার টেস্টটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারে কোহলির ৫০০তম ম্যাচ। স্মরণীয় এই ম্যাচ কী দারূণভাবেই না রাঙালেন ভারতীয় ব্যাটার। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এমন সমীকরণের ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরিটি শেষ পর্যন্ত ১২১ রানে শেষ হয় রানআউটে কাটা পড়ে। আর সব মিলিয়ে এটি তাঁর ৭৬তম সেঞ্চুরি। 

এতে করে দীর্ঘ সেঞ্চুরি খরার অপেক্ষাও শেষ হয়েছে কোহলির। অপেক্ষাটা হচ্ছে বিদেশের মাটিতে পাঁচ বছর সেঞ্চুরি না পাওয়া। সর্বশেষ ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন তিনি। পার্থে পাওয়া সেঞ্চুরির ইনিংসটি ছিল ১২৩ রানের।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা