হোম > খেলা > ক্রিকেট

উইলিয়ামসের টানা সেঞ্চুরিতে ওমানকেও চ্যালেঞ্জ ছুড়ল জিম্বাবুয়ে 

২০২৩ বিশ্বকাপ বাছাইপর্বে রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন শন উইলিয়ামস। টানা দুই ম্যাচেই সেঞ্চুরি তুলে নিলেন জিম্বাবুয়ের এই বাঁহাতি ব্যাটার। সুপার সিক্সে আজ বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবে ওমানকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল জিম্বাবুয়ে। 

বুলাওয়েতে টস হেরে ব্যাটিং পায় জিম্বাবুয়ে। দুই ওপেনার ক্রেগ আরভিন ও জয়লর্ড গাম্বি দুজনই ৩০ করার আগে বিদায় নিয়েছেন। তিনে ব্যাটিং করতে নামা উইলিয়ামস আজও আক্রমণাত্মক ব্যাটিং করেন। ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১০৩ বলে ১৪ চার ও ৩ ছক্কায় করেন ১৪২ রান। তাঁর বিধ্বংসী সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রান করেছে জিম্বাবুয়ে। 

এর আগে হারারেতে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ড গড়ে জিম্বাবুয়ে। ২৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৪০৮ রান করে জিম্বাবুয়ে। ওয়ানডেতে ৪০০ এর বেশি দলীয় ইনিংসের এটা ২৩ তম ঘটনা। সপ্তম দল হিসেবে ওয়ানডেতে এই রেকর্ড গড়ল জিম্বাবুইয়ানরা। এই ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৪ রানের ইনিংস খেলেন উইলিয়ামস। এবারের বিশ্বকাপ বাছাইয়ে ৫ ম্যাচে ১৩৩ গড় ও ১৪৮.৬০ স্ট্রাইক রেটে করেছেন ৫৩২ রান। ৩ সেঞ্চুরি ও ১ ফিফটি করেছেন। 

গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতে জিতে সুপার সিক্সে উঠেছে জিম্বাবুয়ে। আর ৪ পয়েন্ট হাতে নিয়ে জিম্বাবুয়ে আজ ওমানের বিপক্ষে সুপার সিক্স শুরু করল।

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের