হোম > খেলা > ক্রিকেট

ভারতীয় বোর্ডের নিয়ম ভাঙলেও শাস্তির ভয় নেই জাদেজার

ক্রীড়া ডেস্ক    

১১ রানের জন্য পঞ্চম টেস্ট সেঞ্চুরি হাতছাড়া করেন রবীন্দ্র জাদেজা। ছবি: ক্রিকইনফো

এজবাস্টনে গতকাল ভারত-ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন রবীন্দ্র জাদেজা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি পিচের বিপজ্জনক এলাকার ওপর দিয়ে হাঁটার ঘটনা তো রয়েছেই। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়মভঙ্গের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের ভরাডুবির পর বিসিসিআই কঠোর নিয়ম চালু করে। যার মধ্যে একটি হলো ক্রিকেটারদের দলের সঙ্গেই ঘোরাঘুরি করতে হবে। একা কোথাও যেতে পারবেন না। তবে জাদেজা এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে সতীর্থদের আগেই পৌঁছে গিয়েছিলেন। দলের ভালোর জন্যই এমনটা করেছিলেন বলে দিনের খেলা শেষে জানিয়েছেন জাদেজা। ভারতীয় বাঁহাতি ব্যাটারের মতে এই ঘটনায় তাঁর কোনো শাস্তি হবে না। ক্রিকইনফোর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস আজ এক প্রতিবেদনে জানিয়েছে।

জাদেজা পরশু টেস্টের প্রথম দিন শেষ করেছিলেন ৪১ রান করে। নিজের ইনিংসটা শেষ পর্যন্ত গতকাল টেনে নিয়ে গেছেন ৮৯ রানে। নতুন বলে ব্যাটিং অনুশীলন করতেই আগেভাগে মাঠে আসেন বলে দ্বিতীয় দিনের খেলা শেষে জানিয়েছেন জাদেজা। ভারতের বাঁহাতি ব্যাটার বলেন,‘মাঝেমধ্যে আমার মনে হয় আমার যাওয়া উচিত ও নেটে অতিরিক্ত সময় দেওয়া উচিত। কারণ, বল তখনো নতুন ছিল। আমার মনে হয়েছিল, যদি নতুন বল ঠিকমতো দেখতে পারি, তাহলে ইনিংসের বাকি সময় ব্যাটিং করা সহজ হবে। সৌভাগ্যবশত আমি লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতে পেরেছিলাম।’

ষষ্ঠ উইকেটে জাদেজার সঙ্গে শুবমান গিল গড়েন ২০৩ রানের জুটি। বিশাল এই জুটি ভাঙার পর আরও একটি শতরানের জুটি গড়তে অবদান রাখেন গিল। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে সপ্তম উইকেটে ১৪৪ রানের জুটি গড়েন গিল। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা গিল থেমেছেন ২৬৯ রানে। সতীর্থদের প্রশংসা করে গিল বলেন, ‘ওয়াশিংটন সুন্দর এসে শুবমানের সঙ্গে দারুণ ব্যাটিং করেছে। যত বেশি ইংল্যান্ডে আপনি ব্যাটিং করবেন, ততই আপনার জন্য ভালো। যেকোনো সময় বল সুইং করতে পারে। সেক্ষেত্রে এজ হয়ে কিংবা বোল্ড হয়ে আউট হতে পারেন।’

টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি জাদেজা মিস করেছেন ১১ রানের জন্য। তবু দলের প্রয়োজনে তিনি যে ইনিংসটা খেলেছেন, তাতে তিনি অনেক খুশি। ভারতীয় এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘দলের জন্য যখন অবদান রাখবেন, তখন ভালো লাগবে। ভারতের বাইরে যখন আপনাকে দলের বেশি প্রয়োজন, তখন অবদান রাখতে পারলে আরও ভালো লাগবে। ৫ উইকেটে ২১০-এর পরে (আসলে ৫ উইকেটে ২১১ রান) দলকে এগিয়ে নিতে বড় একটা জুটি দরকার। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’

গিলের টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ভারত প্রথম ইনিংস করেছে ৫৮৭ রান। এজবাস্টনে ইংল্যান্ড এরপর ব্যাটিংয়ে নেমে বেশ চাপে পড়ে। ৭.১ ওভারে ২৫ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। চতুর্থ উইকেটে ৮১ বলে ৫২ রানের জুটি গড়ে ফেলেছেন হ্যারি ব্রুক ও জো রুট। ২০ ওভারে ৩ উইকেটে ৭৭ রানে শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা।

আরও পড়ুন:

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

জাকির জানাজায় অঝোরে কাঁদলেন মুশফিক-শরিফুলরা

ব্যবসায় ক্ষতি, সিরিজ জিতেও খুশি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

শোককে শক্তিতে পরিণত করে জিতল ঢাকা

কোচের মৃত্যুতে মন কাঁদছে সাকিব-তাসকিনদের

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ঢাকার কোচ

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

শান্ত হতে পারলেন না রিকেলটন

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা