হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে কাঁপিয়ে আইসিসির সেরাদের তালিকায় রাবাদা

বাংলাদেশের বিপক্ষে অক্টোবরে দুই টেস্টে ১৪ উইকেট নিয়েছিলেন কাগিসো রাবাদা। ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার কাছে সমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশ নিজেদের মাঠে মারাত্মক নাকানিচুবানি খেয়েছে। কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন মুশফিকুর রহিম-মাহমুদুল হাসান জয়রা। দক্ষিণ আফ্রিকার পেসার এবার জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরাদের তালিকায়।

আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে অক্টোবরের সেরা ক্রিকেটারের মনোনয়নপ্রাপ্ত তিন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। এখানে রাবাদার প্রতিদ্বন্দ্বী হলেন নোমান আলী ও মিচেল স্যান্টনার। গত মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন রাবাদা। প্রোটিয়া পেসার দুই বার ইনিংসে ৫ উইকেটের কীর্তি গড়েছিলেন। সিরিজসেরাও হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে রাবাদার গত মাসে উইকেট এই ১৪টিই। তাঁর সঙ্গে ১৪ উইকেট নিয়ে ওয়াশিংটন সুন্দর যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারী।

নোমান, স্যান্টনার এই দুই ক্রিকেটারও অক্টোবরে দারুণ ভেলকি দেখিয়েছেন। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছিলেন নোমান। সবকটি উইকেটই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে। সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। খেলেছিলেন কেবল ২ টেস্ট। যার মধ্যে মুলতানে দ্বিতীয় টেস্টে নেন ১১ উইকেট। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে নিয়েছিলেন ৮ উইকেট। যা তাঁর টেস্টে এক ইনিংসে সেরা বোলিংয়ের কীর্তি। টেস্টে এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তিও নোমানের জন্য এটা প্রথম।

অক্টোবরে রীতিমতো তাক লাগানো বোলিং করেন স্যান্টনার। আন্তর্জাতিক ক্রিকেটে ১ ম্যাচ খেলেই কিউই এই বাঁহাতি স্পিনার নেন ১৩ উইকেট। এটা তাঁর টেস্টে এক ম্যাচে সেরা বোলিং কীর্তি। পুনেতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এমন ভেলকি দেখান তিনি। তাঁর সমান ১৩ উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে পেয়েছিলেন আরও ৪ বোলার। তাঁদের মধ্যে আছেন তাইজুল ইসলামও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার পেয়েছিলেন ১৩ উইকেট।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা