হোম > খেলা > ক্রিকেট

ভারতকে নিয়ে খোঁচা মারায় ভনকে জবাব সৌরভের 

আইসিসি ইভেন্টে ভারতের ম্যাচ থাকলে যেন ব্যস্ততা বেড়ে যায় মাইকেল ভনের। ব্যঙ্গাত্মক, প্রশংসামূলক—ভারতকে নিয়ে সব রকম পোস্টই সামাজিক যোগাযোগমাধ্যমে করেন তিনি। বাদ যায়নি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপও। তাতে যেন একটু বিপাকেই পড়ে গেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। 

সুপার এইটে অবস্থান যা-ই হোক, ভারতের খেলার কথা ছিল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। সে অনুযায়ী টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ভারত পরশু রাতে গায়ানায় খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটা শুরু হয়েছিল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে, যা উপমহাদেশের দর্শকদের ম্যাচ উপভোগ করার উপযুক্ত সময়। ভনের দাবি, এই ম্যাচটা (আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা) হওয়ার কথা ছিল গায়ানায়। তবে টুর্নামেন্ট ইভেন্ট তো ভারতকেন্দ্রিক। অন্যদের ওপর অবিচার হচ্ছে। 

সরাসরি না বললেও ভন ভারতের প্রতি আইসিসির পক্ষপাতমূলক আচরণের দিকে ইঙ্গিত করেছেন। ইংল্যান্ডের সাবেক ব্যাটারের কথা শুনে রীতিমতো অবাক সৌরভ গাঙ্গুলী। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে সৌরভ বলেন, ‘মাইকেল ভন আমার খুব ভালো বন্ধু। আমি বুঝতে পারি না আইসিসি ভারতকে কীভাবে ম্যাচ জেতাবে ভারতীয় সময় রাত ৮টায় ম্যাচ রেখে। সম্প্রচারের ব্যাপার ম্যাচ জিততে কীভাবে সাহায্য করে আমি বুঝি না। আপনাকে খেলে জিততে হবে।’ 

বিশ্বকাপের দুটি সেমিফাইনালই হয়েছে গত পরশু। ত্রিনিদাদে বাংলাদেশ সময় সকালে মুখোমুখি হয়েছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল। তবে ভারত-ইংল্যান্ড সেমিতে ছিল না কোনো রিজার্ভ ডে। আইসিসি এই ম্যাচের জন্য ২৫০ মিনিট বরাদ্দ রেখেছিল। বৃষ্টিতে যদি ম্যাচটি পণ্ড হতো, তবে সুপার এইটে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় ভারত উঠে যেত ফাইনালে। ভনের মতো তাই সঞ্জয় মাঞ্জেরেকার, ইনজামাম-উল-হকরাও ভারতের প্রতি আইসিসির পক্ষপাতমূলক আচরণের দিকে ইঙ্গিত করেছেন।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা