হোম > খেলা > ক্রিকেট

ভারত বধের নায়কদের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা

ক্রীড়া ডেস্ক    

ছবি: এসিসি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ যুবারা। আজ রাতে দুবাই থেকে দেশে ট্রফি নিয়ে দেশে ফেরার কথা তাঁদের। যুবাদের সাফল্য অর্জনে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আজ সন্ধ্যায় এক বিবৃতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, যুব এশিয়া কাপে টানা দ্বিতীয়বার গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনূর্ধ্ব-১৯ দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সুবিধা করতে পারেননি বাংলাদেশ। মোহাম্মদ শিহাব জেমস-রিজান হোসেনদের কার্যকর কয়েকটি ইনিংসের সৌজন্যে ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে তারা।

১৯৯ রানের মাঝারি মানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের পেস আক্রমণের তোপে পোড়ে ভারতের ব্যাটিং অর্ডার। ইকবাল হোসেন ইমন-আল ফাহাদদের দুর্দান্ত বোলিংয়ে ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায় তারা। ট্রফি নিয়ে দেশে ফিরলে এবার ভারত বধের নায়কেরা পাবেন যুব ও মন্ত্রণালয়ের পুরস্কারও।

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত