হোম > খেলা > ক্রিকেট

যুবাদের ‘তিনে তিন’-এ ধবলধোলাই আমিরাত

আজকের পত্রিকা ডেস্ক­

আরব আমিরাতের যুবাদের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। ছবি: বিসিবি

মিরপুরে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে শেষ ওয়ানডেতেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। ৯ উইকেটের এই জয়ে আমিরাত দলকে ধবলধোলাই করেছে যুবারা। যদিও সিরিজটি ছিল পাঁচ ওয়ানডের। কিন্তু রাজশাহীতে প্রথম দুটি ম্যাচ টসের আগেই পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচে নেমে এসেছিল সিরিজ। মিরপুরে টানা তিন ম্যাচের তিনটিতেই জিতলেন যুবারা।

টসে জিতে ব্যাট করতে নেমে সফরকারী দল বাংলাদেশের বোলারদের সমন্বিত আক্রমণের সামনে সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে তারা। ফলে ৪০.৩ ওভারেই ১৩৭ রানে অলআউট তারা। ইনিংস সর্বোচ্চ ২৯ রান করে উদ্দিস সূরি।

তাঁকে ফিরিয়েছেন লেগ স্পিনার দেবাশীষ সরকার। চলতি সিরিজেই দুর্দান্ত পারফর্ম করা দেবাশীষ গতকালও বল হাতে ছিলেন আপন মহিমায় উদ্ভাসিত; নিয়েছেন ৪ উইকেট। আর রান খরচে ভারী কিপ্টেমি করেছেন, দিয়েছেন মাত্র ৪ রান। তাঁর বোলিং বিশ্লেষণ—৪.৩-১-৪-৪!

লক্ষ্য এমনিতেই ছোট ছিল। তারওপর ওপেনিংয়ে যাওয়াদ আবরারকে নিয়ে অধিনায়ক কালাম সিদ্দিকী আলিন ৬৯ রানের জুটি গড়লে আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশ দলকে। ৩টি চার ও ৩টি ছয়ে ৪৬ বলে ৪১ রান করে আবরার আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আলিন। আরবারের বিদায়ে উইকেটে আসেন শাহরিয়ার আজমির তুর্য। দ্বিতীয় উইকেটে তারা ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে ২০.৪ ওভারেই জিতে যায় বাংলাদেশ। ৪২ বলে ৬টি চারে ৪১ করে অপরাজিত থাকেন আলিন। তুর্য ৩৭ বলে করেন ৩৯। ৪টি চার ও ২টি ছক্বায় সাজানো তাঁর ইনিংস।ম্যাচসেরা হয়েছেন যাওয়াদ আবরার ।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট