বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন চেয়ারম্যান হলেন মাহবুবুল আনাম। আজ বিসিবি কার্যালয়ে বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুলের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।
সবশেষ বিপিএলের প্রধান ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজকের সভায় প্রস্তাব করা হয় মাহবুবকে বিপিএলের প্রধান হতে। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবেই থাকছেন। আরেক বিসিবি পরিচালক ফাহিম সিনহা কমিটির সদস্য হিসেবে আছেন।
সন্ধ্যায় বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ক্রিকেট বোর্ডের সভাপতির তিনজন উপদেষ্টা কমিটি গঠন হয়েছে। এই কমিটি নিয়ে হচ্ছে বিতর্ক। বিসিবির ২০২৪ সালের গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি সভাপতি সর্বোচ্চ ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করতে পারেন। গঠনতন্ত্রের অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি দেশের খ্যাতনামা ক্রিকেটার/প্রখ্যাত ক্রিকেট সংগঠকদের মধ্যে সর্বোচ্চ ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করতে পারবেন।
গঠনতন্ত্রে সুস্পষ্ট লেখা খ্যাতনামা ক্রিকেটার/প্রখ্যাত ক্রিকেট সংগঠকের কথা থাকলেও উপদেষ্টা কমিটি গঠনে সেটি মানা হয়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে মো. সাখাওয়াত হোসেনকে হসপিটালিটি শিল্পে বিশেষজ্ঞ, সৈয়দ আবিদ হোসাইন সামিকে স্পোর্টস মিডিয়া অ্যানালিস্ট ও ব্যারিস্টার শেখ মাহাদীকে আইন বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিসিবির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তিনজনের কারও পরিচয়েই খ্যাতনামা ক্রিকেটার কিংবা প্রখ্যাত সংগঠকের পরিচয় নেই। গঠনতন্ত্র অনুযায়ী উপদেষ্টা কমিটির সদস্য হওয়ার শর্ত না মানায় তৈরি হয়েছে বিতর্ক।