হোম > খেলা > ক্রিকেট

শিরোপার লড়াইয়ে আবাহনীকে ২৪১ রানের লক্ষ্য দিলেন মাহমুদউল্লাহরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যে জিতবে, তার হাতেই উঠবে ডিপিএল শিরোপা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এই সমীকরণ নিয়েই খেলতে নেমেছে আবাহনী-মোহামেডান। আবাহনী নামছে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। চ্যাম্পিয়ন হতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ২৪১ রান করতে হবে আবাহনীকে।

আকস্মিক হার্ট অ্যাটাকের কারণে খেলার বাইরে তামিম ইকবাল। মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা চট্টগ্রামে ব্যস্ত জিম্বাবুয়ে সিরিজে। তাওহীদ হৃদয় মেজাজ হারানোর শাস্তি হিসেবে পেয়েছেন ৪ ম্যাচের নিষেধাজ্ঞা। একগাদা ক্রিকেটার ছাড়া শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নেমেছে মাহমুদউল্লাহ রিয়াদ-রনি তালুকদারের মোহামেডান। দলকে নেতৃত্ব দিচ্ছেন রনি তালুকদার। এরই মধ্যে ২৪১ রানের লক্ষ্যে নেমে ৮ রানে ১ উইকেট হারিয়েছে আবাহনী।

মিরপুরে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথমে ব্যাটিং পাওয়া মোহামেডানের দুই ওপেনার রনি ও তৌফিক খান তুষার দুর্দান্ত শুরু করেন। দলীয় ৫০ রানে ভেঙে যায় তাঁদের উদ্বোধনী জুটি। নবম ওভারের প্রথম বলে তুষারকে ফিরিয়ে জুটি ভাঙেন আবাহনীর বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ১৮ বলে ২ চারে ১৬ রান করেন তুষার।

উদ্বোধনী জুটি ভাঙার পর রান তোলার গতি কমে যায় মোহামেডানের। উইকেটও হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ৩০ ওভারে ৪ উইকেটে ১২৪ রানে পরিণত হয় মোহামেডান। এরপর পঞ্চম উইকেটে ৯০ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ ও আরিফুল ইসলাম। দুজনেই ফিফটি করেছেন। ৪৬তম ওভারের শেষ বলে মাহমুদউল্লাকে ফিরিয়ে জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬২ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন মাহমুদউল্লাহ।

শেষের দিকে সেভাবে রান তুলতে পারেনি মোহামেডান। ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রানে ইনিংস শেষ করেছে তারা। মাহমুদউল্লাহর মতো আরিফুলও করেন ৫০ রান। আরিফুল ৫৭ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। অধিনায়ক রনি ৪৭ বলে করেছেন ৪৫ রান। আবাহনীর মৃত্যুঞ্জয়, মোসাদ্দেক দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন এসএম মেহেরব হাসান, মাহফুজুর রহমান রাব্বি ও রিপন মন্ডল।

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি