হোম > খেলা > ক্রিকেট

গ্র্যাজুয়েশন করে স্বপ্নপূরণ সাকিবের

মানুষ তার স্বপ্নের সমান বড়—সাকিব আল হাসানকে দেখে অনেকের হয়তো এ কথাই এখন মনে পড়ছে। খেলার মাঠে একের পর এক রেকর্ড গড়া সাকিবের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে বিবিএতে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। গ্র্যাজুয়েশন শেষ করে নিজের স্বপ্ন পূরণ হয়েছে বলে মনে করছেন ২০০৯-১০ বর্ষের ছাত্র সাকিব। 

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষে আজ এআইইউবিতে সমাবর্তনে যোগ দিয়েছেন সাকিব। সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, ‘এটা সব সময় আমার স্বপ্ন ছিল। আমার সকল কোর্স টিচারকে ধন্যবাদ দিতে চাই। তাঁদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না। এআইইউবিকেও ধন্যবাদ দিতে চাই। শুধু আমিই না, বাংলাদেশ ক্রিকেট দলের অনেকেই এখান থেকে পড়াশোনা করেছে, তাদেরকে যেভাবে সমর্থন দিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেশি কিছু বলার নেই। সবাইকে দেখে খুব ভালো লাগছে। শুধু একটা কথাই বলতে চাই, যখন স্বপ্ন দেখবেন, বড় স্বপ্ন দেখবেন।’ 

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড গড়া জয়ের ম্যাচে রেকর্ড গড়েছেন সাকিব নিজেও। তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭০০০ রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ অর্জন করেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া