হোম > খেলা > ক্রিকেট

কিউরেটরের মায়ের মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কিউরেটরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। ছবি: বিসিবি

মা হারালেন বিসিবি কিউরেটর বদিউল আলম খোকন। ৮২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন খোকনের মা খোদেজা বেগম। খোকনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে খোকনের মায়ের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে। বোর্ড লিখেছে, ‘কুমিল্লায় মঙ্গলবার বিসিবি কিউরেটর বদিউল আলম খোকনের মা খোদেজা বেগম। তাঁর বয়স ছিল ৮২ বছর। বদিউল আলম খোকন ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছে বিসিবি।’

মিরপুর শেরেবাংলায় খোকন ১০ বছর কিউরেটর হিসেবে কাজ করেছেন। ৮২ ওয়ানডেতে পিচ কিউরেটরের কাজ করেছেন, যার মধ্যে রয়েছে ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে। ৩০ টেস্টে কিউরেটরের কাজ করেছেন।

২০০৬ সালের ডিসেম্বরে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচ দিয়ে মিরপুর শের-ই-বাংলায় আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা শুরু। ২০২৪ পর্যন্ত তিন সংস্করণ মিলে হয়েছে ২১১ ম্যাচ। মিরপুরে সবশেষ ম্যাচ হয়েছে গত বছরের অক্টোবরে। সেই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিপিএল, ডিপিএলের ম্যাচ হচ্ছে নিয়মিত। কখনো রানের বন্যায় ভেসে যায় মিরপুর। তবে বেশির ভাগ সময় বোলাররাই এখানে ছড়ি ঘোরান।

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস