হোম > খেলা > ক্রিকেট

অবশেষে আফ্রিদিকে জবাব দিলেন আমির

বিতর্ককে যেন তরতাজা রাখতেই পছন্দ করেন মোহাম্মদ আমির। তা না হলে পুরোনো এক দ্বন্দ্বের বিষয় কেন আবার সামনে নিয়ে আসবেন তিনি! চার মাস আগে ঘটে যাওয়া এক ঘটনার জবাব নতুন করে দিয়েছেন অনেক দিন ধরেই পাকিস্তান জাতীয় দলের বাইরে থাকা এই পেসার।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের এক ম্যাচে বাবর আজমকে লক্ষ্য করে বল ছুড়ে মারার ঘটনা নিয়ে শহীদ আফ্রিদির করা দাবির জবাব অবশেষে দিয়েছেন আমির। পাকিস্তানের সাবেক অধিনায়কের মন্তব্যের জবাব এত দিন না দিলেও গতকাল স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আফ্রিদি তাঁকে বাবর সম্পর্কে কোনো বার্তা পাঠাননি। তিনি আমার বোলিংয়ের প্রশংসা ও ফিটনেস সম্পর্কে জানতে চেয়েছিলেন।

আমির বলেছেন,‘তাঁর বার্তা পেয়েছিলাম, তবে যা বলেছেন তা নয়। তিনি আমার বোলিংয়ের প্রশংসা এবং চোট সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিন্তু বাবরের মুখোমুখি হব কী রে... বার্তায় এমন কিছু লেখা ছিল না। আর আমি বাবরেরই কী ক্ষতি করেছি? অথবা, উল্টোটা? অদ্ভুত এক বিষয় জানতে পেরেছি। জানি না, যখন বলেছেন তখন কী চিন্তা করছিলেন। মনে হয় তিনি দ্রুত কথা বলার কারণে ভুলবশত বলে ফেলেছেন।’

বাবরের সঙ্গে যে তাঁর কোনো শত্রুতা নেই, সেটিও জানিয়েছেন আমির। পিএসএলে পাকিস্তানের বর্তমান অধিনায়কের সঙ্গে শুরুর সাত সংস্করণে একই দলে খেলা এই পেসার বলেছেন,‘বাবর ও আমার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা আছে। সে আমাকে নিয়ে কখনো বাজে কিছু বলেনি এবং আমার দিক থেকেও একই। কিন্তু আমজনতা মনে করে আমরা শক্র। এমনটা কখনো ছিল না।’

পিএসলের অষ্টম সংস্করণে আমির ও বাবর প্রতিপক্ষ হয়ে খেলেন। সেই টুর্নামেন্টের এক ম্যাচে আমিরের বলে চার মারেন বাবর। কিন্তু পরের বলে পাকিস্তানি ব্যাটার ডিফেন্স করলে রাগে তাঁর দিকে বল ছুড়ে মারেন আমির। সেই ঘটনা নিয়েই পাকিস্তানি পেসারকে বার্তা পাঠিয়েছিলেন আফ্রিদি। তিনি জানিয়েছিলেন, আমির তাঁর সমালোচনার বিষয়টি পরে বুঝতে পেরেছিলেন এবং মাঠের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন।

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া