মঙ্গলবার আইসিসির একাডেমি মাঠে বাংলাদেশ দলের অনুশীলনে থাকলেও বোলিং করেননি সাইফউদ্দিন। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ও আইসিসি জানিয়েছে, বাংলাদেশ দলের তরুণ পেসবোলিং অলরাউন্ডার চোটে পড়ে ছিটকে গেছেন পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই।
সাইফউদ্দিনের জায়গায় মূল দলে অন্তর্ভুক্ত হয়েছেন আগে থেকেই অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলে থাকা রুবেল হোসেন। ৪ ম্যাচে ৭ ইকোনমিতে ৫ উইকেট নেওয়া সাইফউদ্দিন প্রথম রাউন্ডে ভালো বোলিংই করেছেন। অবশ্য সুপার টুয়েলভসে শ্রীলঙ্কার বিপক্ষে খুব একটা ভালো করতে পারেননি পেস বোলিং অলরাউন্ডার। সামনে যখন তাঁর ঘুরে দাঁড়ানোর সুযোগ, তখনই দুঃসংবাদ—পিঠের চোটে ছিটকে গেছেন দল থেকে।
নুরুল হাসান সোহানেরও চোট নিয়ে চিন্তা আছে। গতকাল ব্যাটিং অনুশীলনের সময় তাসকিন আহমেদের বলে আঘাত পেয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। দলীয় সূত্রে জানা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে আজ সোহানের খেলা নিয়ে খুব একটা সংশয় নেই। তবে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, সকালে তাঁর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।