হোম > খেলা > ক্রিকেট

লিটন-শান্তরাও পৌঁছে গেলেন পাকিস্তানে

ক্রীড়া ডেস্ক    

লিটন দাস-নাজমুল হোসেন শান্ত পৌঁছে গেলেন পাকিস্তানে। ছবি: এএফপি

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে পরশু। সিরিজকে সামনে রেখে ধাপে ধাপে পাকিস্তানে যাচ্ছেন ক্রিকেটাররা। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসসহ নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিকরা আজ পৌঁছালেন পাকিস্তানে।

বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় বহর আজ সকালে পৌঁছেছে লাহোরে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, লাহোরে একটি হোটেলের সামনে বাংলাদেশ দলকে বহনকারী একটি বাস এসে পৌঁছেছে সেখানে। সেই গাড়ি থেকে এক এক করে নেমে আসছেন তানজিদ হাসান তামিম, জাকের, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসানরা। প্রত্যেকের হাতেই বিশাল বড় লাগেজ। শান্ত, লিটন, শরীফুলরাও লাগেজ হাতে নিয়ে পৌঁছেছেন লাহোরের সেই হোটেলে। প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনও ছিলেন দলের সঙ্গে।

লাহোরে বাংলাদেশ ক্রিকেট দলের একটি বহর গতকাল পৌঁছেছে। ১০ জনের বহরে আছেন ৪ ক্রিকেটার হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ আছেন এই বহরে। আর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আগেভাগেই পাকিস্তানে বসে আছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। মিরাজ-রিশাদ লাহোর কালান্দার্স দলে থাকলেও ফাইনালে খেলার সুযোগ হয়েছে শুধু রিশাদের।

পিএসএল ফাইনালের পর বাংলাদেশ ও পাকিস্তানের ব্যস্ততা এখন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে পরশু। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

আরও পড়ুন:

পাকিস্তানে পৌঁছেছেন ইমন-তানজিম সাকিবেরা, পুরো বাংলাদেশ দল যাবে কবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে