হোম > খেলা > ক্রিকেট

কীভাবে প্রতিপক্ষকে ‘ফিনিশ’ করতে হয়, জানালেন ‘ফিনিশার’ বেভান

সীমিত ওভারের ক্রিকেটে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে লেজের দিকে ব্যাটসম্যানদের নিয়ে রান তাড়া করে ম্যাচ বের করে আনাই ফিনিশারদের মূল কাজ। আধুনিক ক্রিকেটে এই ‘ফিনিশার’ শব্দটা সবচেয়ে বেশি জনপ্রিয় করেছেন মাইকেল বেভান। তিনিই জানালেন রান তাড়া করে ম্যাচ জেতার কৌশল।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে একজন ফিনিশারের অবদান নিয়ে নতুন করে কিছু বলার নেই। যিনি নির্দিষ্ট এই কাজটি দিনের পর দিন করে সফল হয়েছেন, দলকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন, সেই বেভানই সবচেয়ে ভালো বলতে পারবেন এটি নিয়ে। রান তাড়া করে ম্যাচ জেতার পাঁচটি উপায় বাতলে দিয়েছেন কিংবদন্তি এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান। 

বেভান বলছেন সবার আগে প্রতিটি পজিশনে যোগ্য ব্যাটসম্যানকে বেছে নেওয়া । ইনিংসের শুরু, মাঝে ও শেষে উইকেট আর রানের কথা মাথায় রেখে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়া। এ দুই উপায়ের সঙ্গে ব্যাটসম্যানকে রানিং বিটুইন দ্য উইকেট ও চার-ছয় হাঁকানোর সমান দক্ষতা থাকতে হবে। 

তবে চার-ছয় মারার ব্যাপারে কোন কোন দিক বিবেচনায় নিতে হবে, বেভান মনে করিয়ে দিয়েছেন সেই কথাও। তাঁর মতে, উইকেটের চরিত্র, ম্যাচের পরিস্থিতি, ফিল্ডিং পজিশন আর নিজের শক্তির জায়গা—এই সবকিছুর সমন্বয় করেই ব্যাটসম্যানকে চার কিংবা ছয় মারার সিদ্ধান্ত নিতে হবে। 

এই চারটি উপায় কাজে লাগানোর পরও সব সময় ম্যাচ জেতা যায় না। বেভানের চোখে পাঁচ নম্বর বিষয়টি হচ্ছে, ইনিংস শেষে ব্যাটসম্যান হিসেবে ম্যাচ জেতেন কিংবা হারেন, স্বস্তি নিয়েই মাঠ ছাড়তে হবে। বেভান অবশ্য তাঁর ক্যারিয়ারে বেশির ভাগ সময় ম্যাচ জিতেই ফিরেছেন। 

বেভানের শুরুটা ১৯৯৬ সালে। সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের করা ১৭৩ রান তাড়া করতে নেমে একসময় অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩৮। দলের এই ব্যাটিং বিপর্যয়ে শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে ৭৮ রানের এক অতিমানবীয় ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন বেভান।

পরের গল্পটা শুধু নিজেকে ছাপিয়ে যাওয়ার। ২০০৭ সালে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে যখন অবসর নিয়েছিলেন ওয়ানডেতে, তখন ৫০–এর বেশি গড় ছিল শুধু বেভানেরই।

বেভানই তাই ভালো বলতে পারবেন কীভাবে প্রতিপক্ষকে ‘ফিনিশ’ করে আসতে হয়!

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...