হোম > খেলা > ক্রিকেট

বিস্ফোরক গ্রিনে মেলবোর্নে প্রথম দিনটা অস্ট্রেলিয়ার

ব্রিসবেন থেকে মেলবোর্ন-ভেন্যু বদলালেও দক্ষিণ আফ্রিকার জন্য চিত্রটা রয়ে গেছে একই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ দ্বিতীয় টেস্টে দেখা গেছে দক্ষিণ আফ্রিকার ব্যর্থ ব্যাটিং প্রদর্শনী। ক্যামেরন গ্রিনের বিস্ফোরক বোলিংয়ে প্রোটিয়ারা গুটিয়ে গেছে ২০০ এর আগেই। ১৪৪ রানে পিছিয়ে থেকে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। 

এমসিজিতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। স্বাগতিকদের দুর্দান্ত বোলিংয়ে হাঁসফাঁস করতে থাকেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৬৭ রানে ৫ উইকেট হারায় প্রোটিয়ারা। ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন কাইল ভেরেইন ও মার্কো ইয়ানসেন। দুজনে মিলে ১১২ রানের জুটি গড়েন ষষ্ঠ উইকেটে এবং ফিফটি পেয়েছেন দুজনেই। সাদা পোশাকে ইয়ানসেন পেয়েছেন প্রথম ফিফটি আর ভেরেইন করেছেন দ্বিতীয় ফিফটি। 

৫২ রান করা ভেরেইনকে ফিরিয়ে ১১২ রানের ষষ্ঠ উইকেট জুটি ভাঙেন গ্রিন। এখান থেকেই দক্ষিণ আফ্রিকার ইনিংসের ভাঙন শুরু হয়। ১০ রানে শেষ ৫ উইকেট হারানো প্রোটিয়ারা অলআউট হয় ১৮৯ রানে। প্রোটিয়া ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫৯ রান করেন ইয়ানসেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন। যা এই পেসারের সাদা পোশাকে প্রথম ফাইফার। 

দক্ষিণ আফ্রিকার ১৮৯ এর জবাবে প্রথম ইনিংস ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। ৪৫ রানে ১ উইকেটে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। ৩২ রান করে অপরাজিত আছেন ডেভিড ওয়ার্নার। আর ১ রান করা উসমান খাজার উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।

মোস্তাফিজের ‘অসম্মান’ মানতে পারছে না বিসিবি

‘যে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের সম্মান নেই, সেটা দেখারও দরকার নেই’

বাংলাদেশের চাপে বিশ্বকাপের নতুন সূচি তৈরি করছে আইসিসি

নাসুমের ঘূর্ণিতে বিধ্বস্ত নোয়াখালী, জয়ে ফিরল সিলেট

রুটের সেঞ্চুরির পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

আমিরাতে রানার্সআপ হয়েও ভক্তদের হৃদয় জিতলেন সাকিব

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের

ক্রিকেটকে বিদায় জানিয়ে শফিউল বললেন, অবহেলার শিকার হয়েছি

আইপিএল ইস্যুতে মোস্তাফিজের এখন কী অবস্থা, জানালেন সোহান

‘মোস্তাফিজের মতো আইপিএলের লোগো থেকেও মাশরাফিকে ভারত সরিয়ে ফেলবে’