হোম > খেলা > ক্রিকেট

সুপার ওভারে রানের রেকর্ড গড়ে গেইলদের পাশে উইন্ডিজ মেয়েরা

২,৪, ৪,৬, ৩,৬! 

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের দুই ওপেনার ডিন্ড্রা ডটিন ও হেলি ম্যাথুস সুপার ওভারে যেন ‘ক্যারিবীয় ঝড়’ তুললেন। সে ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চার ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ। 

টানা দুদিন নারী ক্রিকেট সাক্ষী হয়ে থাকল টানটান উত্তেজনাপূর্ণ দুটি ম্যাচের। পরশু নারীদের অ্যাশেজে ২২ গজে আঁকড়ে পড়ে ছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষমেশ রুদ্ধশ্বাস ড্র নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। 

আর গত রাতে জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ টাই হওয়ার পরে সুপার ওভারে ডটিন-ম্যাথুসের আক্রমণাত্মক ব্যাটিংয়ের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শাবনিম ইসমাইলের ৬ বলে ২৫ রান তোলেন ডটিন-ম্যাথুস। নারীদের ক্রিকেট ইতিহাসে সুপার ওভারে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। সব মিলিয়ে যুগ্মভাবে সর্বোচ্চ। ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দলও সুপার ওভারে ২৫ রান করেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রিস গেইল একাই নিয়েছিলেন সেই ২৫ রান। ওভারটি করেছিলেন বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি। 

বৃষ্টির কারণে দুদলের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল। গতকাল দ্বিতীয় ম্যাচেও ছিল বৃষ্টির হানা। ফলে ম্যাচটি নেমে এসেছিল ৪১ ওভারে। আগে ব্যাট করতে নেমে ৪০.৪ ওভারে ১৬০ রানে গুটিয়ে যায় প্রোটিয়া নারীরা। উইন্ডিজও ১৬০ রানে অলআউট হলে সুপার ওভারে গড়ায় ম্যাচ। 

ভাগ্য নির্ধারণী ওভারে ফর্মের তুঙ্গে থাকা ডটিন ৫ বল খেলেই নেন ১৯ রান। শেষ বলে ছক্কা মারেন ম্যাথুস। সেই ম্যাথুসই একটু পর বল হাতে তুলে নেন। 

২৬ রানের লক্ষ্যে নেমে দক্ষিণ আফ্রিকাও দারুণ শুরু করেছিল। ম্যাথুসের প্রথম বলেই ছক্কা মারেন ছোলে ট্রাইয়ন। আরেক ওপেনার তাজনিম ব্রিটস মারেন দুটি চার। তবে সেসব যথেষ্ট ছিল না। সুপার ওভারে ১৭ রান তুলতে পারেন তারা। 

রেকর্ড বইয়ে নাম তোলা রুদ্ধশ্বাস ম্যাচটি ৮ রানে জেতে ওয়েস্ট ইন্ডিজ। 

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান