হোম > খেলা > ক্রিকেট

হেলিকপ্টারে করে তামিম গেলেন শোরুম উদ্বোধন করতে  

বিকেল ৩টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নামল কালো একটা হেলিকপ্টার। কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে হেলিকপ্টার থেকে নামলেন তামিম ইকবাল। হেলিকপ্টার থেকে বের হতেই তাঁকে ঘিরে ধরল ভক্তদের জটলা। জটলা ঠেলে তামিম এগোতে থাকলেন সামনে।

ফরচুন বরিশাল সতীর্থ সাইফউদ্দিনের সঙ্গে তামিম আজ বিকেলে গিয়েছিলেন ফেনীতে। না, সেখানে কোনো ক্রিকেটীয় কিংবা সংবর্ধনার অনুষ্ঠানে নয়। সাইফউদ্দিনের শহর ফেনিতে তামিম গিয়েছেন একটি শো-রুম উদ্বোধন করতে।

সাইফউদ্দিনের সঙ্গে তামিম যে ফেনীতে যাবেন, আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। বাঁহাতি ওপেনার সেখানে পৌঁছাতেই তাই নামে ভক্তদের ঢল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা তামিম কদিন আগে বিতর্কিত হয়েছিলেন দেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারণায় অংশ নিয়ে। কল্পিত অডিও ফাঁসের সেই প্রচারণায় অংশ নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। পরে তাঁদের একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

এত দিন শোরুম উদ্বোধনে সাধারণত সাকিব আল হাসানের মুখই বেশি দেখা যেত। এখন তামিমকেও দেখা যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম দূরে থাকলেও নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন। আর আদৌ তিনি জাতীয় দলে ফিরবেন কি না, সেটি এখনো অজানা। সাকিব আল হাসান অবশ্য এক বছর পর ফিরেছেন টেস্ট দলে। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি চট্টগ্রাম টেস্ট খেলবেন।

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী