হোম > খেলা > ক্রিকেট

এক লাফে ৬৮ ধাপ এগোলেন ঈশান কিষান

সবশেষ আইসিসির র‍্যাঙ্কিং হালনাগাদে অবিশ্বাস্য উন্নতি হয়েছে ঈশান কিষানের। ৬৮ ধাপ এগিয়ে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উঠে এসেছেন এই তরুণ ভারতীয় ব্যাটার। ঈশান ছাড়া এই মুহূর্তে সেরা দশে আর কোনো ভারতীয় নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে এই পুরস্কার পেলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে ঈশানের অবস্থান ছিল র‍্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে। এরপর প্রোটিয়াদের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টিতে দুই ফিফটিতে করেন ১৬৪ রান। মূলত এই পারফরম্যান্সেই র‍্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এলেন তিনি। তাঁর রেটিং এখন ৬৮৯। এদিকে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা ধরে রেখেছেন বাবর আজম। উন্নতি হয়েছে পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের।

এক ধাপ গিয়ে দুইয়ে এসেছেন রিজওয়ান। আর দুই থেকে তিনে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে অ্যারন ফিঞ্চ এসেছেন পাঁচ নম্বরে। ফিঞ্চ এগোনোয় এক ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছেন ডেভন কনওয়ে। আর দুই ধাপ পিছিয়ে দশে নেমে গেছেন আরেক কিউই ব্যাটার মার্টিন গাবটিল।

 

ভারত থেকে ম্যাচ সরানো ও আইপিএল প্রচার বন্ধের অনুরোধ আসিফ নজরুলের

ভারতে মোস্তাফিজদের নিরাপত্তা নিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করবে বিসিবি

সবচেয়ে কম খরুচে রিশাদ, ১৪ বছর পর ওয়ার্নারের সেঞ্চুরি

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

‘মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ’

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ‘প্রতিবাদ’ জানাবে বিসিবি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

সমালোচকদের একহাত নিলেন মাহমুদউল্লাহর স্ত্রী

ধুন্ধুমার শুরুর পর সিলেটে রানখরা

‘খলনায়ক’ রিয়াদের ব্যাটেই জিতল রংপুর