হোম > খেলা > ক্রিকেট

এক লাফে ৬৮ ধাপ এগোলেন ঈশান কিষান

সবশেষ আইসিসির র‍্যাঙ্কিং হালনাগাদে অবিশ্বাস্য উন্নতি হয়েছে ঈশান কিষানের। ৬৮ ধাপ এগিয়ে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উঠে এসেছেন এই তরুণ ভারতীয় ব্যাটার। ঈশান ছাড়া এই মুহূর্তে সেরা দশে আর কোনো ভারতীয় নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে এই পুরস্কার পেলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে ঈশানের অবস্থান ছিল র‍্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে। এরপর প্রোটিয়াদের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টিতে দুই ফিফটিতে করেন ১৬৪ রান। মূলত এই পারফরম্যান্সেই র‍্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এলেন তিনি। তাঁর রেটিং এখন ৬৮৯। এদিকে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা ধরে রেখেছেন বাবর আজম। উন্নতি হয়েছে পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের।

এক ধাপ গিয়ে দুইয়ে এসেছেন রিজওয়ান। আর দুই থেকে তিনে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে অ্যারন ফিঞ্চ এসেছেন পাঁচ নম্বরে। ফিঞ্চ এগোনোয় এক ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছেন ডেভন কনওয়ে। আর দুই ধাপ পিছিয়ে দশে নেমে গেছেন আরেক কিউই ব্যাটার মার্টিন গাবটিল।

 

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সিলেটকে হারিয়ে ফের টেবিলের শীর্ষে চট্টগ্রাম

পিএসএল নিলামে নাম দিলেন যে ১০ বাংলাদেশি ক্রিকেটার

ক্যারিয়ারসেরা ইনিংসের পর নাসিরের কণ্ঠে ‘আক্ষেপ’

আইসিসিকে আবারও বোঝাবে বিসিবি

মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

নোয়াখালীকে উড়িয়ে দিল ঢাকা, নাসিরের সেঞ্চুরির আক্ষেপ

আসল সত্যটা সবার জানা দরকার, বিপিএল ইস্যুতে ভারতীয় উপস্থাপিকা

ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা