হোম > খেলা > ক্রিকেট

আফগানদের বিপক্ষে মাঠে না থেকেও আছেন তামিম

নেতৃত্ব না ছাড়লে হয়তো বিশ্বকাপে দেখা যেত তামিম ইকবালকে। ‘হয়তো’ শব্দটি এলো কারণ, গত কয়েক মাসে তার সঙ্গে তো বটে, বাংলাদেশ ক্রিকেটের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেল, সেটি স্মরণীয় হয়ে থাকবে সব সময়। 

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে হুট করে অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম। এরপর চিকিৎসা ও পুনর্বাসন মিলিয়ে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরলেও জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। সেটি নিয়েও কম সমালোচনা-আলোচনা হয়নি। 

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে গেছে তামিমকে ছাড়া। আজ ধর্মশালায় সেই আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে এই ম্যাচে যেন না থেকেও আছেন তামিম। কারণ, বাংলাদেশ সমর্থকেরা ভুলে যাননি বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারকে। 

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ সমর্থকেরা প্রিয় দলের জার্সি পরে মাঠে আসেন তামিমের ছবি অঙ্কিত ব্যানার হাতে। সেই ব্যানারে লেখা, ‘তামিম, আমরা আপনাকে কখনো ভুলব না।’ 

এই ম্যাচেই আফগানদের বিপক্ষে ব্রেক-থ্রু এনে দেন সাকিব। ৮ ওভারে ৩০ রানে নিয়েছেন ৩ উইকেট। দারুণ শুরুর পরও আফগানিস্তান থামে ১৫৬ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসের বিদায় যেন তামিমের অভাবটায় যেন আবারও স্মরণ করিয়ে বাংলাদেশ দলের সমর্থকদের।

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া