অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়েছেন মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় বাংলাদেশি পেসারকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ানসের দলের নেট অনুশীলনে ঘটনাটি ঘটে।
মোস্তাফিজের আঘাত পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন। তিনি বলেছেন, ‘আজকে নেটে বোলিং করার সময় মোস্তাফিজ রানআপের জন্য পুনরায় নিজের জায়গায় ফিরছিলেন। সে সময় ম্যাথিউ ফোর্ডের একটি শট তাঁর মাথায় আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে তাঁকে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে নেওয়ার সময় স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছিলেন মোস্তাফিজ।’
এবারের বিপিএলে এখন পর্যন্ত বেশ ভালোই ছন্দে আছেন মোস্তাফিজ। ৯ ম্যাচে তাঁর উইকেট ১১ টি। সেরা বোলিং ৩২ রানে ৩ উইকেট।