হোম > খেলা > ক্রিকেট

৫০ রানের আগেই ৭ উইকেট নেই জিম্বাবুয়ের

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং করতে নেমে চার দিয়ে ইনিংস শুরু করেছিল জিম্বাবুয়ে। তবে প্রথম ওভারে ৮ রান নিয়ে ইনিংস শুরু করা জিম্বাবুয়ের দুর্দান্ত সূচনাটা মুহূর্তেই ব্যাটিং ধসে পরিণত হয়। 

দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে বাংলাদেশকে উইকেট বৃষ্টির সূচনা এনে দেন শেখ মেহেদী হাসান। ক্রেইগ আরভিনকে রানের খাতা খুলতে দেওয়ার আগেই বোল্ড করে দেন বাংলাদেশি অফ স্পিনার। তাঁর সঙ্গে পরে উইকেট উদ্‌যাপনে মেতে ওঠেন তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন। ১৮ মাস পর খেলতে নেমে জয়লর্ড গাম্বিকে ১৭ রানে আউট করেন সাইফউদ্দিন। 

৩৬ রানে ২ উইকেট হারানোর সময়ই আবার মন্দভাগ্যের শিকার জিম্বাবুয়ে। দুর্দান্ত শুরু করা ব্রায়ান বেনেট ১৬ রানে রান আউটের কাটায় পড়েন। সপ্তম ওভারে এসে আবার হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তাসকিন। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও ওভারের প্রথম দুই বলে জোড়া উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন তিনি। 

তাসকিনের জোড়া আঘাতের সময় জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩৮ রান। ২ রান করা লুক জংওয়েকে ফিরিয়ে তাসকিন–শেখ মেহেদীর মতো ২ উইকেট নিয়েছেন সাইফউদ্দিনও। প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের রান ১০ ওভার ৭ উইকেটে ৪৯। ৮ রান করা ক্লাইভ মান্দানের সঙ্গে ব্যাটিংয়ে ১ রানে আছেন ওয়েলিংটন মাসাকাদজা। দুজনের ওপর এখন দায়িত্ব দলের রান এগিয়ে নেওয়া। কাজটা কত দূর পর্যন্ত এগিয়ে নিতে পারবেন সেটাই এখন দেখার বিষয়।

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান