হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশে খেলে যাওয়া বোলার নিলেন ইনিংসে ১০ উইকেট 

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বিভাগ ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন শন হোয়াইটহেড। এক ইনিংসে সবগুলো উইকেট তুলে নিয়ে এই স্পিনিং অলরাউন্ডার জিম লেকার ও অনিল কুম্বলের স্মৃতি ফিরিয়ে আনলেন। লেকার ও কুম্বলে দুজনই অবশ্য টেস্ট ক্রিকেটে এই কীর্তি গড়েছিলেন। অনন্য কীর্তি গড়া হোয়াইটহেড পাঁচ বছর আগে বাংলাদেশেও খেলে গেছেন। 

সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসের হয়ে মাঠে নেমে এমন রেকর্ড গড়েন হোয়াইটহেড। ম্যাচের শেষ ইনিংসে ইস্টার্নসের ১০ জন ব্যাটারকেই ফিরিয়েছেন তিনি। তাঁর বোলিং গড় বিশ্লেষণ ছিল ১২.১-৪-৩৬-১০। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম ইনিংসেও ৬৪ রান খরচায় পাঁচটি উইকেট নেন হোয়াইটডহেড। সব মিলিয়ে ম্যাচে ১০০ রান দিয়ে নিয়েছেন ১৫টি উইকেট। ম্যাচে হোয়াইটডহেডের দল সাউথ ওয়েস্টার্ন ১২০ রানে হারিয়েছে ইস্টার্নসকে। 

ইনিংসে ১০ উইকেট নেওয়া হোয়াইটডহেড বাংলাদেশে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন। বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার ব্যাটিংয়ে আবার ডানহাতি। এখন পর্যন্ত ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৫.৬৪ গড়ে নিয়েছেন ৩৯ উইকেট। ব্যাট হাতে ৩৭.০০ গড়ে করেছেন ৪৮১ রান। 

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ