হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশে খেলে যাওয়া বোলার নিলেন ইনিংসে ১০ উইকেট 

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বিভাগ ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন শন হোয়াইটহেড। এক ইনিংসে সবগুলো উইকেট তুলে নিয়ে এই স্পিনিং অলরাউন্ডার জিম লেকার ও অনিল কুম্বলের স্মৃতি ফিরিয়ে আনলেন। লেকার ও কুম্বলে দুজনই অবশ্য টেস্ট ক্রিকেটে এই কীর্তি গড়েছিলেন। অনন্য কীর্তি গড়া হোয়াইটহেড পাঁচ বছর আগে বাংলাদেশেও খেলে গেছেন। 

সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসের হয়ে মাঠে নেমে এমন রেকর্ড গড়েন হোয়াইটহেড। ম্যাচের শেষ ইনিংসে ইস্টার্নসের ১০ জন ব্যাটারকেই ফিরিয়েছেন তিনি। তাঁর বোলিং গড় বিশ্লেষণ ছিল ১২.১-৪-৩৬-১০। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম ইনিংসেও ৬৪ রান খরচায় পাঁচটি উইকেট নেন হোয়াইটডহেড। সব মিলিয়ে ম্যাচে ১০০ রান দিয়ে নিয়েছেন ১৫টি উইকেট। ম্যাচে হোয়াইটডহেডের দল সাউথ ওয়েস্টার্ন ১২০ রানে হারিয়েছে ইস্টার্নসকে। 

ইনিংসে ১০ উইকেট নেওয়া হোয়াইটডহেড বাংলাদেশে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন। বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার ব্যাটিংয়ে আবার ডানহাতি। এখন পর্যন্ত ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৫.৬৪ গড়ে নিয়েছেন ৩৯ উইকেট। ব্যাট হাতে ৩৭.০০ গড়ে করেছেন ৪৮১ রান। 

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত