বাংলাদেশের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। পাওয়ার প্লেতেই তিন ব্যাটসম্যানকে হারিয়ে বড় ধাক্কা খায় তারা। তবে রহমত শাহ ও নাজিবউল্লাহ জাদরানের প্রতিরোধী জুটিতে ধাক্কা কাটিয়ে ওঠে তারা। যদিও দলীয় শতক পেরোনোর পর এই জুটি ভেঙে বাংলাদেশকে দারুণ ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ।
আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে চার উইকেট ৩০৬ রান তোলে বাংলাদেশ। সিরিজ সমতায় ফিরতে আফগানদের দরকার ৩০৭ রান।
বড় লক্ষ্য তাড়ায় শুরুর ওভারে ৯ রান তুলে নেন দুই আফগান ওপেনার রহমত শাহ ও রিয়াজ হাসান। তবে পরের ওভারে দ্রুত রান নিতে গিয়ে আফিফ হোসেন ধ্রুবের সরাসরি থ্রোতে রানআউটে ফেরেন রিয়াজ (১)। তিনে আসা হাসমতউল্লাহ শহিদিকে চতুর্থ ওভারের পঞ্চম বলে ফেরান শরিফুল।
দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া আফগানদের প্রতিরোধ গড়ে দিতে ব্যর্থ হন আজমতউল্লাহ ওমরজাই। সাকিব আল হাসানের করা দশম ওভারে মুশফিকের স্ট্যাম্পড হয়ে ফেরেন তিনি। ১৬ বলে করেন ৯ রান।
চতুর্থ উইকেটে প্রতিরোধী জুটি গড়েন ওপেনার রহমত শাহ ও নাজিবউল্লাহ জাদরান। তাদের ৪২ রানের জুটি ভাঙার বড় সুযোগ তৈরি করেন সাকিব। কিন্তু লংঅফে থাকা শরিফুলের হাত ফসকে বলটি বাউন্ডারি হয়ে গেলে বেঁচে যান ২৭ বলে ২৪ রান করা জাদরান। তাদের ৮৯ রানের জুটি ভেঙে বাংলাদেশকে বড় ব্রেক থ্রু এনে দেন তাসকিন।