হোম > খেলা > ক্রিকেট

শত্রুতা ভুলে কোহলি-নাভিন এখন বন্ধু

সবকিছুর একটা শেষ থাকে। বিরাট কোহলি ও নাভিন-উল-হকও তাঁদের শত্রুতার শেষটা টানলেন। শত্রুতা ভুলে গতকাল বিশ্বকাপের ম্যাচে বন্ধু হলেন। ম্যাচ চলাকালীন একে অপরে হাত ও বুকে বুক মিলিয়ে যেন হৃদয়ের কথা শুনলেন। 

আর দুজনে বলেছেন চলো বন্ধু অতীতের সবকিছু ভুলে যাই। ভ্রাতৃত্বের বন্ধন তৈরির সময় তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা ম্যাচ শেষে জানিয়েছেন নাভিন। সঙ্গে আফগানিস্তানের বোলার কোহলির প্রশংসাও করেছেন। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘দর্শক তাদের ঘরের ক্রিকেটারকে নিয়ে চিৎকার করেছে। সাধারণত যা হয়। এটি কোহলির ঘরের মাঠ। সে খুব ভালো ছেলে, ভালো খেলোয়াড়। আমরা একে অপরে হাত মিলিয়েছি।’

মাঠের ভেতরে অনেক কিছু ঘটলেও বাইরে তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন নাভিন। ২৪ বছর বয়সী পেসার বলেছেন, ‘মাঠের ভেতরেই ঘটনাটি ছিল। মাঠের বাইরে কোনো কিছুই ছিল না। লোকজন এটিকে বড় করে তোলে। নিজেদের ফলোয়ারের সংখ্যা বাড়ানোর জন্য। সে বলল পুরোনো সব শেষ করতে এবং আমিও বললাম সব ভুলে গেছি। এরপর আমরা একে অপরে হাত মিলিয়ে জড়িয়ে ধরি।’

সর্বশেষ আইপিএলে কোহলি-নাভিনের দ্বন্দ্বের শুরু হয়েছিল। কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও নাভিনের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এক ম্যাচে একে অপরের সঙ্গে তর্কে জড়ান। সেই তর্কে যোগ দিয়েছিলেন ভারতের সাবেক ব্যাটার গৌতম গম্ভীরও। ঘটনায় জরিমানার শাস্তি পাওয়ার পরেও জল অনেক ঘোলা হয়েছিল। অবশেষ গতকাল সেই জল বিশুদ্ধ হয়েছে একে অপরের হাত ও বুক মেলানোতে। দুই ক্রিকেটারের বন্ধুত্বের ঘটনাটি গতকাল ধারাভাষ্যকক্ষ থেকে দেখেছেন গম্ভীরও।

এর আগে গতকাল কোহলি যখন নাভিনের বোলিংয়ের মুখোমুখি হচ্ছিলেন, তখন দর্শক ভারতীয় ব্যাটারের নাম ধরে চিৎকার করছিল। সে সময় কোহলি এমনটা করতে মানা করেন। এরপর দুজনে একে অপরের দ্বন্দ্বের ইতি টানেন। হাত ও বুক মেলানোর সময় ভারতীয় কিংবদন্তি আফগান বোলারের পিঠ চাপড়ে দেন। এরপর সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে কোহলিকে ধন্যবাদও জানান নাভিন।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি