হোম > খেলা > ক্রিকেট

তিন সংস্করণেই এক নম্বর হতে চান বাবর

কদিন আগেই বাবর আজমকে প্রশংসায় ভাসিয়েছিলেন দীনেশ কার্তিক। ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছিলেন, তিন সংস্করণেই শীর্ষে ওঠার সুযোগ আছে বাবরের। পাকিস্তান অধিনায়ক নিজেও এবার জানালেন, তিন সংস্করণে এক নম্বর হওয়া তাঁর স্বপ্ন।

বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে এক নম্বর ব্যাটার বাবর। কিন্তু এই দুই সংস্করণই নয়, ক্রিকেটের সব ফরম্যাটেই শীর্ষে ওঠার লক্ষ্য তাঁর, ‘একজন ক্রিকেটার হিসেবে সব সংস্করণে এক নম্বর হওয়া, আমার স্বপ্ন। এ জন্য লক্ষ্যে স্থির থাকা এবং কঠিন পরিশ্রম করতে হবে। এমন নয়, যদি আপনি এক বা দুই ফরম্যাটের শীর্ষে থাকেন, সহজে এগিয়ে যেতে পারবেন।’

তিন সংস্করণে সেরা হতে চাইলে, ফিট থাকা সবচেয়ে বেশি জরুরি। বাবরও তাই মনে করেন। তিনি বলেন, ‘সব সংস্করণে এক নম্বর হতে হলে, নিজেকে ফিট ও সঠিক পথে রাখতে হবে। সামনে অনেক ম্যাচ আছে।  বিরতি থাকে খুব সামান্য। এ জন্য, অনেক বেশি ফিট থাকতে হয়।’

বাবরের মধ্যে সব সংস্করণেই সেরা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন কার্তিক। কদিন আগে শুভকামনাও জানিয়ে কার্তিক বলেছিলেন, ‘বাবরের শতভাগ সুযোগ আছে তিন সংস্করণে শীর্ষে ওঠার। সে উঁচু মানের একজন ক্রিকেটার, যে নিজের ব্যাটিং দক্ষতা দিয়েই অন্য দুই সংস্করণে শীর্ষে উঠেছে। তিন ফরম্যাটের ক্রিকেটেই সে অবিশ্বাস্য এবং যেকোনো পজিশনেই খেলতে পারে। তার মধ্যে সম্ভাবনা আছে এবং তাকে শুভকামনা জানাচ্ছি।’

খেলা সম্পর্কিত আরও পড়ুন:

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও