হোম > খেলা > ক্রিকেট

বিশেষ বিমানে আইপিএলে মোস্তাফিজ, আজই কি খেলবেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই মোস্তাফিজুর রহমানের থাকা ছিল একরকম নিশ্চিত। আজ সকালে চার্টার্ড ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। হয়তো দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আজই খেলতে নামবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

নিজের ফেসবুক পেজে ভারতে যাওয়ার ছবি পোস্ট করেছেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি এই পেসার লিখেছেন, ‘২০২৩ আইপিএল খেলতে ভারতে যাচ্ছি। দিল্লি ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে আর তর সইছে না।’ আর দিল্লির আইপিএল মিশন শুরু হবে আজই। বাংলাদেশ সময় রাত ৮টায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে খেলবে দিল্লি। সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ।

দিল্লির একাদশে বিদেশি পেসার আছেন মোস্তাফিজ, লুঙ্গি এনগিদি ও অ্যানরিখ নরকিয়া। দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ওয়ানডে সিরিজ চলায় শুরুতেই নরকীয়াকে পাওয়া যাবে না। এমনকি এনগিদিও আছেন নেদারল্যান্ডস সিরিজের দলে। এ ছাড়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে আরও আছেন ডেভিড ওয়ার্নার, রোভম্যান পাওয়েল, মিচেল মার্শ ও রাইলি রুশো। যেখানে দিল্লির অধিনায়ক ওয়ার্নার। তাছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন মার্শ। যদিও কয়েক বছর মার্শ খেলছেন ব্যাটার হিসেবে। আর রুশো, পাওয়েল এই মুহূর্তে টি-টোয়েন্টির অন্যতম হটকেক। দিল্লির একাদশে সুযোগ পাওয়া মোস্তাফিজের নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। তবে টসের পর একাদশ দেওয়া, ইমপ্যাক্ট প্লেয়ার নীতি-আইপিএলের নতুন এই নিয়মগুলো হয়তো বাংলাদেশের এই বাঁহাতি পেসারের সুযোগ করে দিতে পারে।

২০১৬ থেকে ২০২২ সময়ে মোস্তাফিজ আইপিএলে খেলেছেন ৪৬ ম্যাচ। ৭.৮০ ইকোনমিতে নিয়েছেন ৪৬ উইকেট।

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী