হোম > খেলা > ক্রিকেট

বিশ্রাম নিয়ে খেলাতে হবে নাহিদ রানাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্রাম নিয়ে খেলাতে হবে নাহিদ রানাদের। ছবি: বিসিবি

বাংলাদেশের ক্রিকেটে এক্সপ্রেস পেসারের নাম বললে দুজন আসবেন—তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তাসকিন আহমেদ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এখনো খেলতে নামেননি। চ্যাম্পিয়নস ট্রফির পর লম্বা বিশ্রাম শেষে কাল অনুশীলন শুরু করেছেন। এরই মধ্যে তরুণ গতিময় বোলার নাহিদ রানা আবাহনীর হয়ে একটি ম্যাচ খেলেছেন। পরের ম্যাচে অবশ্য তিনি বিশ্রাম পেয়েছেন।

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে নাহিদ রানা টানা ম্যাচ খেলায় তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছিল। ডিপিএলে নাহিদ রানাকে নিয়মিত না খেলিয়ে বিশ্রাম দিয়ে খেলানোর চিন্তা আবাহনী টিম ম্যানেজমেন্টের।

ঢাকা প্রিমিয়ার লিগের পর দেশে ও দেশের বাইরে টানা সিরিজ বাংলাদেশ দলের। ব্যস্ত সূচি ভাবনায় রেখে পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বিশেষ জোর দিয়েছে বিসিবি। দলগুলোর প্রতি বিসিবির নির্দেশনা রয়েছে গরমের এই কন্ডিশনে পেসারদের ফিটনেসে বিশেষ গুরুত্ব দেওয়ার। আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জে খেলা জাতীয় দলের পেসার হাসান মাহমুদ, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম সাকিবের ক্ষেত্রে বিসিবির নির্দেশনা মানছে দলগুলো। বেশির ভাগ দল বিশ্রাম দিয়ে পেসারদের খেলানোর নির্দেশনা অনুসরণ করছে।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে