হোম > খেলা > ক্রিকেট

কোহলির পর গেইলকেও টপকে গেলেন রিজওয়ান 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে থেকেই দারুণ ফর্মে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপে সেই ছন্দ ধরে রেখে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড আগেই নিজের নামে করে নিয়েছেন। এবার ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়লেন এই পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার।

শারজায় কাল সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে কাল স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। কাল অবশ্য ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি রিজওয়ান। খেলেছেন ১৫ রানের ইনিংস। তাতেই টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার দিক দিয়ে ক্রিস গেইলকে ছাড়িয়ে গেছেন। গেইলকে টপকে যেতে রিজওয়ানের দরকার ছিল মাত্র ৫ রান। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ব্র্যাড হুইলকে ফ্লিক করে এক রান নিয়ে তিনি ভেঙেছেন গেইলের ৬ বছর আগের রেকর্ড।

২০১৫ সালে গেইল রেকর্ডটি করেছিলেন ছয়টি ভিন্ন দলের হয়ে খেলে। ২০২১ সালে এখন পর্যন্ত রিজওয়ান তিনটি ভিন্ন দলের হয়ে খেলেছেন রিজওয়ান-পাকিস্তান, মুলতান সুলতানস ও খাইবার পাখতুনখাওয়া। এই তিন দলের হয়ে খেলে রান করেছেন ১৬৭৬। দুই নম্বরে নেমে গেছেন গেইল।

১৬১৪ রান নিয়ে এই তালিকার তিনে আছেন বিরাট কোহলি। আর রিজওয়ানের স্বদেশি বাবর আজম আছেন চার নম্বরে। ১৬০৭ রান করা বাবরের সামনে অবশ্য সুযোগ আছে রিজওয়ানকে ছাড়িয়ে যাওয়ার। ১৫৮০ রান করা এবিডি ভিলিয়ার্স আছেন ৫ নম্বরে।

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ