হোম > খেলা > ক্রিকেট

২০২৩ থেকে অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৩ সাল থেকে আইসিসি থেকে অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। এখন আইসিসি থেকে জিম্বাবুয়ের সমান রাজস্ব পায় বলে দাবি পাপনের। 

আজ শনিবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘এত দিন আমাদের যে হারে অর্থ দিয়ে আসছিল সেটা ঠিক না। আমি ওদের চ্যালেঞ্জ করেছিলাম। কিন্তু তারা বলেছে আট বছরের সার্কেল পড়ে যাওয়ায় দিতে পারেনি। এখন ২০২৩ থেকে অস্ট্রেলিয়ার সমান অর্থ দেবে আমাদের। এত বছর আমাদের দিত জিম্বাবুয়ের সমান।’ 

নাজমুল হাসান পাপন বিসিবির এফডিআরের তথ্যও জানিয়েছে। তিনি বলেন, ‘বিসিবির অনেক আয় বেড়েছে। আমাদের সব পৃষ্ঠপোষক স্থানীয়, দেশের বাইরের না। আমরা টাকা অনেক কম পাই। তবু এই দুই মেয়াদে আমাদের এফডিআর (পুঞ্জীভূত তহবিল) প্রায় ৯০০ কোটি টাকার মতো আছে।’ 

বিসিবির গত ১০ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে আয়-ব্যয়, নিট উদ্বৃত্ত, নগদ ও ব্যাংক জমা, এফডিআর মিলে বিসিবির স্থায়ী মূলধন বা পুঞ্জীভূত তহবিলে আছে ৮৩২ কোটি ৬৮ লাখ ৮৭ হাজার টাকা। ২০১১-১২ অর্থবছরে যা ছিল ৩৯৭ কোটি ৫২ লাখ ৫১ হাজার টাকা।

আর্থিক বিষয়ের পাশাপাশি বিসিবির নানা অব্যবস্থাপনার কথাও তুলে ধরেন পাপন। তিনি বলেন, ‘সবচেয়ে বড় মাথাব্যথা ছিল বিপিএল নিয়ে। এত অব্যবস্থাপনা হয়েছে এটাতে। এমন পরিস্থিতিতে আফজালুর রহমান সিনহা ভাইকে বিপিএলের গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে নির্ভার ছিলাম।’ 

আরেকটি অব্যবস্থপনার কথা তুলে ধরে নাজমুল হাসান বলেন, ‘একবার আমরা অনেক কোকাবুরা বল কিনেছিলাম। প্রায় আট বছরের জন্য। কিন্তু দেড় বছর পরে দেখা গেল বলগুলোর মেয়াদ শেষ!’ 

নাজমুল হাসান কথা বলেছেন তাঁর বিসিবির সভাপতি হওয়ার প্রসঙ্গ নিয়েও। তিনি বলেন, ‘আমার ক্রিকেট বোর্ডে আসাটাই আশ্চর্যের! আমাকে আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তিনটা নাম জিজ্ঞেস করেছিলেন (বিসিবির সভাপতির জন্য)। আপা কখন কী করবে, হওয়ার আগ পর্যন্ত সেটা বোঝার উপায় নেই। তখন তো আর নির্বাচন ছিল না।’ 

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে