যুক্তরাষ্ট্রের কাছে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারানো বাংলাদেশ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পেয়েছে সান্ত্বনার জয়। সেটিও অনেক রেকর্ড গড়ে। রেকর্ডের এই ম্যাচে সাকিব আল হাসান স্পর্শ করছেন একটি অনন্য রেকর্ড।
যুক্তরাষ্ট্রের আন্দ্রেস গাউসকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। তাঁর আগে এই মাইলফলক আরও ১৭ জন বোলার স্পর্শ করলেও বাংলাদেশি অলরাউন্ডার বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়ে যা করেছেন তা পৃথিবীর আর কোনো ক্রিকেটার করতে পারেননি। ৭০০ উইকেটের সঙ্গে ব্যাটিংয়ে করেছেন ১৪০০০ বা তার চেয়ে বেশি রান।
ব্যাটে-বলে এমন বিরল কীর্তি গড়তে পারেননি বিশ্বের আর কোনো ক্রিকেটার। সাকিবের এই বিশেষ কৃতিত্বে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেনি বিসিবি। ক্যাপশনে লিখেছে, ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি সাকিব আল হাসান।’ কীর্তি গড়ার পর সাকিব নিজেও একটি পোস্ট শেয়ার করেছেন।
এই কীর্তি গড়ায় স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন সাকিব। তবে সিরিজটা ভালো কাটেনি সাকিবের। সিরিজে তিন ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছেন। প্রথম দুই ম্যাচে কোনো উইকেটই পাননি। ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। তবে তা করতে তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাঁকে।
রেকর্ড এবং জয়ের স্বস্তি নিয়ে আজ টেক্সাসে যাবে বাংলাদেশ। সেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই বিশ্বকাপের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিবরা। জয়ে ফেরায় সাকিব আর বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হবে এখন জয়ের ধারাটা অব্যাহত রাখা।