হোম > খেলা > ক্রিকেট

১, ৩, ৮-এর পর এবার ইমরুলের ১০৬ 

১, ৩ ও ৮—সংখ্যা তিনটি আর কিছুই নয়, ইমরুল কায়েসের পেশাদার ক্রিকেটে সর্বশেষ তিন ইনিংসের রান। এক অঙ্কের গণ্ডি পেরোতেই যেন হিমশিম খেতে থাকেন তিনি। অবশেষে ফর্মহীনতায় ভুগতে থাকা ইমরুল করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। 

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ইমরুল নেতৃত্ব দিচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাটিং পাওয়া মোহামেডানের হয়ে ওপেনিংয়ে নেমেছেন ইমরুল। রূপগঞ্জের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে বেশ ধুঁকতে থাকে মোহামেডান। ১৮.২ ওভারে ৩ উইকেটে ৫২ রান হয়ে যায় দলটির। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে খেলতে থাকেন ইমরুল। ৫ নম্বরে ব্যাটিংয়ে নামা আরিফুল ইসলামের সঙ্গে মিলে দলের হাল ধরেছেন মোহামেডান অধিনায়ক। ফিফটি ইমরুল তুলে নিয়েছেন ৭৫ বলে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১১৯ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। চতুর্থ উইকেটে আরিফুলের সঙ্গে ১৭৬ রানের জুটি গড়তে অবদান রাখেন ইমরুল। শেষ পর্যন্ত ১২৭ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৬ রান করে আউট হয়েছেন মোহামেডানের অধিনায়ক। 

ইমরুলের মতো সেঞ্চুরি করেছেন আরিফুলও। ১০৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১১৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আরিফুল। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৬ রান করেছে মোহামেডান। রান তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। এখনো পর্যন্ত ১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে দলটির স্কোর শূন্য। দলটির ওপেনার আব্দুল্লাহ আল মামুনকে ইনিংসের পঞ্চম বলে বোল্ড করেন আবু হায়দার রনি। ব্যাটিং করছেন রূপগঞ্জ অধিনায়ক ফরহাদ হোসেন এবং মাহফিজুল ইসলাম রবিন।

চিঠির জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল

ওপরে তুলেই নিচে নামিয়েন না, সাংবাদিকদের হৃদয়ের পরামর্শ

বিশ্বকাপে কি ওপেন করবেন হৃদয়

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে