হোম > খেলা > ক্রিকেট

ক্ষুব্ধ সাকিব বললেন, গুঞ্জন গুঞ্জনই থাকুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন কোনো সিরিজ শুরু হবে আর বাংলাদেশ দলকে কে নেতৃত্ব দেবেন—এমন একটি প্রশ্ন কয়েক বছর ধরে ঘুরলেও সমাধানে পৌঁছানো যায়নি। গত বছর ওয়ানডে বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে চোটে পড়েন তিন সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। 

আগামী মার্চে নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন সংস্করণের সিরিজ খেলবে বাংলাদেশ। এর মধ্যে আলোচনা শুরু হয়েছে সাকিব খেলবেন কি না। আর খেললেও অধিনায়কত্ব করবেন কি না। কারণটাও স্পষ্ট, সাকিবের চোখের সমস্যা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। 

গুঞ্জন রয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না-ও খেলতে পারেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারও এই ব্যাপারে কোনো কিছু পরিষ্কার করেননি। জানিয়েছেন, গুঞ্জন গুঞ্জনই থাকুক। আজ বিকেলে ঢাকায় এক বাণিজ্যিক অনুষ্ঠানে সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুড়ে সাকিব বলেছেন, ‘কে বলেছে আপনাকে? গুঞ্জন গুঞ্জনই থাকতে দেন। আর না হলে আপনি বের করেন খুঁজে, কে বলেছে। তাকে জিজ্ঞেস করেন। আমি কী বলেছি কাউকে?’ 

সাংবাদিক জানান, আপনার (সাকিব) কাছ থেকে সঠিক তথ্যই জানতে চাচ্ছি। উত্তরে সাকিব বলেন, ‘আপনি মাত্র কী বললেন। আমি কী বলেছি কখনো খেলতে চাচ্ছি বা চাচ্ছি না। কোথা থেকে শুনেছেন? আশপাশের কে? যার কাছে শুনেছেন তাকে জিজ্ঞেস করেন। আমি যদি বলতাম খেলতে চাই অথবা খেলতে চাই না, তখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন।’ 

রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলছেন সাকিব। মনোযোগ এখন তাঁর বিপিএলেই। তাই বললেন, ‘শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি। বিপিএল চলছে। এটাতেই ফোকাস করছি। চেষ্টা করছি কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি।’

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’