হোম > খেলা > ক্রিকেট

ভারতকে একদিনেই ৪০০ রান করা দল বানাতে চান গম্ভীর

টেস্টে এখন সারা দিন উইকেট কামড়ে পড়ার দিন শেষ। ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস পাঁচ দিনের ক্রিকেটের সংজ্ঞায় পাল্টে দিয়েছেন। তাঁদের মস্তিষ্কপ্রসূত ‘বাজবল’ নতুন রোমাঞ্চ নিয়ে এসেছে ক্রিকেটে। টেস্টও খেলছে টি-টোয়েন্টি মেজাজে। 

লাল বলে ভারত দলকেও পাল্টে দিতে চান গৌতম গম্ভীর। দলকে একদিনেই ৪০০ রান করা দল বানাতে চান ভারতের কোচ। সদ্য বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপটের সঙ্গে হোয়াইটওয়াশ করেছে ভারত। এবার গম্ভীরের নতুন চ্যালেঞ্জ, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। 

সেই সিরিজের জন্য অপরিবর্তিত ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ভারত। আগামী ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্টের আগে আজ গম্ভীর বলেছেন, ‘আমরা এমন দল হতে চাই যারা একদিন ৪০০ রান করতে পারে এবং ড্র করতে দুই দিন ব্যাট করতে পারে। এটাকে আপনি উন্নতি, অভিযোজন-প্রবণতা বলতেই পারেন, এটিকে আপনি টেস্ট ক্রিকেট বলতে পারেন। যদি আপনি একইভাবে খেলেন তবে আপনার কোনো উন্নতি হবে না।’ 

গম্ভীর আরও বলেন, ‘আমি বিশ্ব ক্রিকেট নিয়ে কথা বলতে চাই না। টেস্ট ক্রিকেট খেলার জন্য প্রত্যেক দলের নিজেদের মতাদর্শ ও পদ্ধতি আছে। আমি শুধু আমার দলের কথায় বলতে পারি। আমরা যদি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়, টেস্ট ড্র করার জন্য দুই দিন ব্যাট করতে হবে, তার জন্য আমাদের ড্রেসিংরুমে দুই দিন ব্যাট করার মতো খেলোয়াড় আছে। শেষ পর্যন্ত, আমাদের উদ্দেশ্য হলো ম্যাচ জেতা। তারপর যদি পরিস্থিতি দাঁড়ায় ম্যাচ ড্রয়ের জন্য খেলতে হবে তখন এসব বিকল্প আমাদের খোলা রাখতে হবে। এমন টেস্ট ক্রিকেট আমরা খেলতে চাই।’

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন