হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেট মাঠে গরু-ছাগলের অবাধ বিচরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একই মাঠে ক্রিকেট ম্যাচ চলছে, আবার কয়েকটি গরু-ছাগলও বিচরণ করছে। একজন ক্রিকেট ভক্তের চোখে দৃশ্যটা অকল্পনীয়। গ্রাম্য টুর্নামেন্টেও এমন দৃশ্য বিরল। অথচ দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে এমন দৃশ্যের দেখা মিলল এবার। 

জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেল নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে যশোরের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচ চলাকালীন সময়ে মাঠে গরু-ছাগলের অবাধ বিচরণের চিত্র ফুটে উঠেছে। 

ভিডিও ক্যাপশন যশোর থেকে জাতীয় দলে খেলা সাবেক এই বাঁহাতি পেসার লিখেছেন, ‘লজ্জা লাগছে তবুও বলি, এটা হচ্ছে যশোর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ-এর কোনো একটা ম্যাচ এর ভিডিও চিত্র। আর ওদিকে দেখলাম রাজশাহীতে থিসারা পেরেরা বোলিং করছে আর সমানে পেটাচ্ছে সমানে পেটাচ্ছে। এই হলো আমাদের যশোর এর ক্রিকেটের হাল। দেখার বা কৈফিয়ত নেওয়ার কেউ নেই।’ 

সৈয়দ রাসেলের এমন পোস্টের পর যশোর জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে ভিন্ন যুক্তি দেখান তারা। সংস্থাটির সাধারণ সম্পাদক ইয়াকুব কবির শুরুতে অস্বীকার করলেও পরে কৌশলের আশ্রয় নেন। তাঁর মতে, দল সংখ্যা বেশি হওয়াতে দু’ভাগে খেলানো হচ্ছে, যে কারণে বেড়েছে ম্যাচের সংখ্যা। আর তাতে হিমশিম খেতে হচ্ছে তাদের, যার প্রভাবই পড়েছে উপশহর মাঠে গরু-ছাগল কাণ্ডের মাধ্যমে। 

অভিযোগ অস্বীকার করে শুরুতেই ইয়াকুব বলেন, ‘না, না এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এগুলো প্রোপাগান্ডা। গরু-ছাগল ঢোকার কোনো কায়দা (উপায়) নেই। সেখানে তো ডাবল গেট করা আছে। অনেক সময় দেখা যায় খেলা না থাকলে অনেকে ঘাস কেটে নিয়ে যায় গরু-ছাগলের জন্য, খেলার সময় এ ধরনের কোনো সুযোগ নেই।’ 

ভিডিও আছে শোনার পর কিছুটা নমনীয় এই কর্মকর্তা বলেন, ‘এতগুলো খেলা চলছে একটু ভুলভ্রান্তি তো হতেই পারে। কিন্তু করোনার শুরুর সময় যখন সারা বাংলাদেশ খেলা বন্ধ, তখন যশোরে খেলা চলেছে এবং সবগুলোই আমরা শেষ করেছি। এখন যারা এগুলো নিয়ে কথা বলছে, তারা তো বলে না যে ওই অসময়ে কীভাবে আমরা টুর্নামেন্টগুলো আয়োজন করেছি? যশোরই একমাত্র জেলা যেখানে সবগুলো লিগ নিয়মিত মাঠে গড়ায়। তারা কিন্তু এগুলো নিয়ে কথা বলে না।’

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট