৫ অক্টোবর শুরু আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। এখন টুর্নামেন্ট শুরুর অপেক্ষা।
যদি ভারতে গিয়ে স্বচক্ষে ম্যাচ দেখার পরিকল্পনা করেন, তাহলে আপনার কাজে নেমে পড়ার শুরু হলো বলে! চলতি মাসের ২৫ তারিখ থেকে অনলাইনে মিলবে বিশ্বকাপে টিকিট। তার আগে আগ্রহীদের এই ঠিকানায় করতে হবে নাম নিবন্ধন। নাম নিবন্ধন করা যাবে ১৫ আগস্ট থেকে। এই সাইটেই ম্যাচ টিকিটের সব হালনাগাদ তথ্য পাওয়া যাবে।
আগ্রহীদের নাম নিবন্ধনের পরই জানা যাবে কোন ম্যাচের টিকিটের চাহিদা কেমন। আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে টিকিটের সহজলভ্যতা এবং চাহিদার সঙ্গে সমন্বয় করতে এবং যতটা সম্ভব বেশি সমর্থকদের বিশ্বের সেরা খেলোয়াড়দের খেলা দেখার সর্বোত্তম সুযোগ করে দিতে বিশ্বকাপের ম্যাচ টিকিট পর্যায়ক্রমে বিক্রি করা হবে। বিসিসিআইর সিইও হেমাং আমিন বলেন, ‘আমরা এই ঘোষণা দিতে পেরে আনন্দিত যে ভক্তরা ২০২৩ আইসিসি ছেলেদের বিশ্বকাপের অফিশিয়াল টিকিটের তথ্য এবং আপডেট পেতে নিবন্ধন করতে পারবেন। কিছুটা সংশোধনের পর টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা হয়েছে এবং ভক্তরা এখন টিকিট কেনা এবং ভালো মানের ক্রিকেট দেখার জন্য অপেক্ষা করতে পারেন।’
কবে কোন ম্যাচের টিকিট
২৫ আগস্ট: ভারতীয় দল ছাড়া অন্যান্য দলের প্রস্তুতি ম্যাচ কিংবা বিশ্বকাপের ম্যাচের টিকিট।
৩০ আগস্ট: গৌহাটি ও ত্রিবান্দ্রামে অনুষ্ঠেয় ভারত ম্যাচের টিকিট।
৩১ আগস্ট: চেন্নাই, দিল্লি ও পুনেতে অনুষ্ঠেয় ভারত ম্যাচের টিকিট।
১ সেপ্টেম্বর: ধর্মশালা, লক্ষ্ণৌ ও মুম্বাইয়ে অনুষ্ঠেয় ভারত ম্যাচের টিকিট।
২ সেপ্টেম্বর: বেঙ্গালুরু ও কলকাতায় অনুষ্ঠেয় ভারত ম্যাচের টিকিট।
৩ সেপ্টেম্বর: আহমেদাবাদে অনুষ্ঠেয় ভারত ম্যাচের টিকিট।
১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট।