হোম > খেলা > ক্রিকেট

যেভাবে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট

ক্রীড়া ডেস্ক    

নাজমুল হোসেন শান্তর সঙ্গে সিরিজের ট্রফি উন্মোচন করছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। ছবি: বিসিবি

আগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর বিষয়টি নিশ্চিত করেছে বিটিভি।

শুধু টিভিতেই নয় এই সিরিজ সরাসরি সম্প্রচারিত হবে বিটিভি নিউজ এবং বিটিভির নিজস্ব মোবাইল অ্যাপেও। প্লে–স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে বিটিভির অ্যাপ ডাউনলোড করে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজ।

বাংলাদেশের ঘরোয়া সিরিজগুলো এর আগে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির মাধ্যমে টি স্পোর্টস এবং জিটিভি সরাসরি সম্প্রচার করত। কিন্তু গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।

সম্প্রচার স্বত্ব প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘বিষয়টা গোড়া থেকে বদলাতে হবে। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ঘরোয়া এবং আন্তর্জাতিক সব জায়গাতেই মন্দা যাচ্ছে। (রাজনৈতিক) পটপরিবর্তনের পর সময় লাগছে।’

বিটিভির পাশাপাশি অন্য কোনো বেসরকারি চ্যানেলে খেলা দেখানোর চেষ্টাও বিসিবি করছে বলে জানিয়েছেন ফারুক। তিনি বলেন, ‘এখনো কথা চলছে অন্য কোনো চ্যানেল পাওয়া যায় কি না। এই ম্যাচ যদি না-ও দেখাতে পারি, পরের ম্যাচটি চেষ্টা করব। এ ছাড়া আগামী আড়াই বছরের জন্য মিডিয়া স্বত্ব বিক্রির ব্যাপারও আছে। ওটার জন্য টেন্ডার তৈরি করে ফেলেছি আমরা। সেখানেও আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানাব।’

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও