আফগানিস্তানের পাহাড়সম লক্ষ্যের এখন পর্যন্ত কোনো জবাবই দিতে পারছে না বাংলাদেশ। ৩৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এর মধ্যে ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের এখনো দরকার ২৫৩ রান।
প্রথম ওয়ানডে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচ হারলেই প্রথমবারের মতো আফগানদের কাছে সিরিজ হারবে স্বাগতিকেরা। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের শুরু অধিনায়ক লিটন দাসকে দিয়ে। ১৫ বলে ১৩ রানে ফজল হক ফারুকির বলে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন।
এরপর একে একে নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাঈম, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ড্রেসিংরুমের পথ ধরেন। ফারুকি, রশিদ খান, মুজিব উর রহমানদের বোলিংয়ের কোনো উত্তরই খুঁজে পাননি বাংলাদেশের ব্যাটাররা। এখন পর্যন্ত সর্বোচ্চ ২৫ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে।
সপ্তম উইকেটে এখন ব্যাটিং করছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। মুশফিক ১১ ও মিরাজ ৬ রানে অপরাজিত আছেন।