হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো কোচকে নিয়োগ দিল রংপুর

২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য প্রধান কোচ হিসেবে মিকি আর্থারকে নিয়োগ দিয়েছে রংপুর রাইডার্স। সর্বশেষ মৌসুমে দলটির প্রধান কোচ ছিলেন সোহেল ইসলাম। স্পষ্টই এই স্বনামধন্য কোচ এবার রংপুরের সঙ্গে আগের দায়িত্বে নেই। 

গতকাল নিজেদের অফিশিয়াল ফেসবুকে পেজে আর্থারকে নিয়োগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে রংপুর। আর্থারের ছবি দিয়ে তারা লিখেছে, ‘রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার! এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স!’ 

জাতীয় দলের হয়ে খেলার সৌভাগ্য না হলেও ঘরোয়া ক্রিকেটে ১৫ সেঞ্চুরি ও ১০ হাজারের বেশি রান রয়েছে। তবে কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ নাম আর্থার। নিজ দেশ দক্ষিণ আফ্রিকা ছাড়াও অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। তাঁর অধীনে ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। 

এ ছাড়া ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ডার্বিশায়ার, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ক্লাব ওয়েস্টার্ন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস, লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরা এবং ২০১৫ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আর্থার। 

আগামী বিপিএলের জন্য বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে রংপুর। দলে আছেন—অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, কার্টিস ক্যাম্ফারের মতো বিদেশি ক্রিকেটাররা। সৌম্য সরকার, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসানরা আছেন স্থানীয়।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও