হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ের ধারণা, চট্টগ্রামে তেড়েফুঁড়ে ফিরবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

চট্টগ্রামে অনুশীলনে জিম্বাবুয়ের ওপেনার বেন কারেন। ছবি: বিসিবি

সিলেট টেস্ট জেতার পর জিম্বাবুয়ের সামনে এখন বাংলাদেশকে ধবলধোলাই করার সুযোগ। সেটিও আবার বাংলাদেশের মাঠে। যদিও জিম্বাবুয়ে মাটিতেই পা রাখছে। জিম্বাবুইয়ান ওপেনার বেন কারেন মনে করেন, বাংলাদেশ তাঁদের কঠিন পরীক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে চট্টগ্রামে। কারেন মনে করিয়ে দিয়েছেন, সিরিজ এখনো শেষ হয়নি, সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

সিলেট টেস্টে জয়ের উচ্ছ্বাসে ভেসে না গিয়ে কারেন বরং দ্বিতীয় ম্যাচে আরও সতর্ক থাকার কথা বললেন। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টেস্টপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘জানি, বাংলাদেশ আরও শক্তভাবে ফিরবে। এটা সহজ হবে না, আমাদের প্রতিটি মুহূর্তে কঠোর পরিশ্রম করতে হবে।’

সিলেটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের ১ম ইনিংসে কারেন করেছেন ১৮,২য় ইনিংসে করেছেন দলের অতিগুরুত্বপূর্ণ ৪৪ রান। তাঁর আর বেনেটের ৯৫ রানের ওপেনিং জুটি জিম্বাবুয়ের অসাধারণ জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। তবে সিলেটের চেয়ে চট্টগ্রামের ম্যাচ কঠিন হবে বলেই মনে করেন কারেন। তবে তাঁরা নতুন এই কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। চট্টগ্রামের কন্ডিশন ও পিচ নিয়ে কারেন বলেন, ‘এখনো পিচ দেখিনি, তবে যারা আগে এখানে খেলেছে, তাদের সঙ্গে কথা বলেছি–তারা বলেছে যে এটা সিলেটের মতো হবে না। সব তথ্য সংগ্রহ করে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রতিটা উইকেটই আলাদা।’

টেস্টে নতুন হলেও সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকেই শিখতে চান কারেন, ‘এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নতুন, তাই শন (উইলিয়ামস) ও ক্রেইগের (আরভিন) অভিজ্ঞতা থেকে যতটা সম্ভব শিখছি। এটা আমাকে সহায়তা করবে। যদি তাদের অভিজ্ঞতা থেকে শিখতে না পারি এটা হবে বোকামি।’

জিম্বাবুয়েতে বেড়ে ওঠা কারেন পরে খেলতে যান ইংল্যান্ডে, তবে এখন নিজের দেশেরই প্রতিনিধিত্ব করছেন। এতেই সম্মানিত বোধ করছেন বলে জানান তিনি। কারেন শোনালেন জিম্বাবুয়ে ক্রিকেট নিয়ে তাঁর স্বপ্নের কথাও, ‘আমাদের দলে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের দারুণ এক মিশ্রণ রয়েছে। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিতে ভালো অবস্থানে আছি। সামনে বিশ্বকাপও আসছে, আমাদের সামনে অনেক কিছু অপেক্ষা করছে।’

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া