হোম > খেলা > ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে না অস্ট্রেলিয়া

তালেবান সরকার আফগানিস্তানের নারীদের অধিকার নিশ্চিত করছে না বলে দলটির সঙ্গে সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। এতে করে পূর্বনির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আর খেলা হচ্ছে না। আজ বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী মার্চে আরব আমিরাতে হওয়ার কথা ছিল। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করেই সিরিজটি বাতিল করেছে বলে জানিয়েছে সিএ। দেশটির ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘সাম্প্রতিক সময়ে তালেবানের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা নারী ও মেয়েদের শিক্ষা, চাকরি এবং পার্ক ও জিমে যাওয়ার ব্যাপারে সীমাবদ্ধতা আরোপ করেছে।’ 

সিএ বিবৃতিতে আরও জানিয়েছে, ‘আফগানিস্তানসহ পুরো বিশ্বে পুরুষ ও নারীদের খেলার উন্নয়নে সমর্থন করে সিএ। দেশটির নারী ও মেয়েদের অবস্থার উন্নতির জন্য আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাব।’ সিদ্ধান্ত নিতে সমর্থন দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদও জানিয়েছে সিএ। 

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ বাতিল এবারই প্রথম এমনটা নয় অস্ট্রেলিয়ার। অতীতেও করেছে দলটি। একই কারণে ২০২১ সালের নভেম্বরের একমাত্র টেস্ট বাতিল করেছিল তারা।

এবারের সিরিজটি আইসিসির সুপার লিগের অংশ হওয়ায় পুরো ৩০ পয়েন্ট পাবে আফগানিস্তান। আইসিসির নিয়মে আছে, যে দল সিরিজ বাতিল করবে, তার পুরো পয়েন্ট প্রতিপক্ষ দল পাবে। এতে অবশ্য এ বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার কোনো সমস্যাও হবে না। কেননা, দলটি আগেই অক্টোবরে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। ভারত সফর শেষ করেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজটি খেলার কথা ছিল দলটির। সিএর ঘোষণায় সিরিজটি আর হচ্ছে না। 

২০২১ সালে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তান ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে নারী ও মেয়েদের খেলাধুলা, পড়াশোনা ও চাকরির ক্ষেত্রে ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে।

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে