হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের আগে বাসায় ফিরছেন বাভুমা 

দরজায় কড়া নাড়ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। মূল টুর্নামেন্ট শুরুর আগে ৫ দিন ব্যাপী প্রস্তুতি ম্যাচ শুরু হচ্ছে আগামীকাল থেকে। তবে সেই প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার। 

পারিবারিক কারণে বাসায় ফিরছেন বাভুমা। তাতে দক্ষিণ আফ্রিকার দুটো প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না তাঁর। বাভুমার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম। আগামীকাল তিরুবনন্তপুরমে আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপর একই মাঠে ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে প্রোটিয়ারা। আর ৭ অক্টোবর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা। তার আগেই দলে ফেরার কথা বাভুমার। 

বিশ্বকাপ শুরুর আগে অবশ্য ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে নরকিয়া-মাগালা দুজনই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পিঠে চোট পান নরকিয়া। এরপর ছিটকে গেলেন বিশ্বকাপ থেকেই। অন্যদিকে একই সিরিজের তৃতীয় ওয়ানডে বাঁ হাঁটুর চোটে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে খেলতে দিচ্ছে না মাগালাকে। তাঁদের বদলি হিসেবে ডাক পেয়েছেন আন্দিলে ফেহলুকায়ো ও লিজার্ড উইলিয়ামস। 

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, আন্দিলে ফেহলুকায়ো, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন, লিজাড উইলিয়ামস।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা