আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না পাওলো দিবালাকে। থাকতে পারেননি আর্জেন্টিনার চ্যাম্পিয়ন কোপা আমেরিকার দলে। এমনকি ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের দলেও জায়গা হয়নি। সেই দিবালা শেষ মুহূর্তে হঠাৎ করেই সুযোগ পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে।
সামাজিক মাধ্যমে এক ঘোষণায় আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে দিবালাকে নেওয়ার কথা জানানো হয়েছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে, ‘এ এস রোমার ফুটবলার পাওলো দিবালা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দলে জায়গা করে নিয়েছেন। লিওনেল স্কালোনি তাঁকে নিয়েছেন।’ দিবালাকে হঠাৎ দলে ফেরানোর ব্যাপারে এএফএ বা কোচ লিওনেল স্কালোনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, লিওনেল মেসির এখনো চোট থেকে সেরে না ওঠা দিবালাকে নেওয়ার গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।
২০২৪ সালের ১৫ জুলাই মায়ামিতে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। সেই ফাইনালে হঠাৎই গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে হয় মেসিকে। সেই চোটের কারণে এখনো প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা হয়নি আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের। একই দিন আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন আনহেল দি মারিয়া। সেই মেসি-দি মারিয়া ছাড়াই গত ১৯ আগস্ট আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেন স্কালোনি। ভ্যালেন্তিন কাস্তেয়ানোস, মাতিয়াস সুলে—স্কালোনির ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এ দুই ফুটবলার। ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে চিলির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ১০ সেপ্টেম্বর খেলবে আর্জেন্টিনা।