হোম > খেলা > ক্রিকেট

তাসকিনের নাচ দেখে রেগে গেলেন মুজারাবানি!

হারারে টেস্টের দ্বিতীয় দিনের তখন শুরু মাত্র। বাংলাদেশ ইনিংসের ৮৫তম ওভারের চতুর্থ বল। ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বাউন্সটা ছেড়ে দিলেন তাসকিন আহমেদ। বলটা পেছনে উইকেটরক্ষকের হাতে চলে যেতেই হাত-পা বাকিয়ে উইকেটেই দেখার মতো এক নৃত্যভঙ্গি করলেন তাসকিন। ব্যাপারটা পছন্দ না হওয়ায় বাংলাদেশি ব্যাটসম্যানের দিকে এগিয়ে গেলেন জিম্বাবুইয়ান পেসার। দুজনের চলল একচোট কথার লড়াই।

৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করেছিল বাংলাদেশ। ১৩ রানে অপরাজিত থাকা তাসকিন মুজরাবানির করা ৮৫তম ওভারের তৃতীয় বলটা বাউন্ডারি ছাড়া করেছেন দারুণ এক কাভার ড্রাইভে। তখন থেকেই শুরু দুজনের কথার লড়াই। পরেরটা ছিল শর্ট বল। বল ছেড়ে দিয়েই নাচলেন তাসকিন! বিষয়টি হজম করতে পারেননি মুজারাবানি। তাসকিনও কম যান না। কপালে কপাল ঠেকিয়ে দুজনের তপ্ত বাক্য বিনিময় চলল কিছুক্ষণ। মুজরাবানি কী বলেছেন, তা বোঝা যায়নি। তবে হাত নাড়িয়ে তাসকিন যেন বোঝাতে চাইলেন, ‘পারলে আমাকে আউট করে দেখাও!’

লড়াই এখানেই শেষ নয়। কথার লড়াই হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ-ভিক্টর নাউচির মধ্যেও। ৮৮ ওভারে ব্যাটিং প্রান্তে থাকা মাহমুদউল্লাহকে কিছু একটা বলেছিলেন আজই ৩০ বছর বয়সে পা দেওয়া নাউচি। এগিয়ে এসে পাল্টা জবাব দেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান। পরে দুই আম্পায়ারের মধ্যস্ততায় বিষয়টি সেখানেই শেষ হয়।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে